AR Rahman : স্ত্রীকে হিন্দিতে নয় তামিলে কথা বলতে বলে বিতর্কে এ আর রহমান

বিতর্কে নাম জড়াল অস্কারজয়ী সুরকার এ আর রহমানের (AR Rahman)। ভাষা নিয়ে মন্তব্য জেরে, নেট দুনিয়ায় তুমুল সমালোচনা। সম্প্রতি তামিল পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্ত্রী সায়রা বানুকে নিয়ে উপস্থিত হয়েছিলেন সুরকার।

বিতর্কে নাম জড়াল অস্কারজয়ী সুরকার এ আর রহমানের (AR Rahman)। ভাষা নিয়ে মন্তব্য জেরে, নেট দুনিয়ায় তুমুল সমালোচনা। সম্প্রতি তামিল পুরস্কার প্রদান অনুষ্ঠানে স্ত্রী সায়রা বানুকে নিয়ে উপস্থিত হয়েছিলেন সুরকার।

অনুষ্ঠানে একটি পুরস্কার জেতেন রহমান। স্ত্রীকে নিয়ে উঠেছিলেন মঞ্চে। সেখানে সুরকারকে কিছু বলতে বলা হলে তিনি বলেন, ‘আমি আমার সাক্ষাত্‍কার বারবার দেখতে পছন্দ করি না। ওঁ আমার কণ্ঠস্বর ভালোবাসে, তাই বারবার সাক্ষাত্‍কারগুলি দেখে।’ এই বলে স্ত্রীর দিকে মাইক এগিয়ে দেন রহমান

রহমানের স্ত্রী সায়রা বানু মাইক নিয়ে কিছু বলার আগেই রহমান বলেন, ‘হিন্দি নয়, তামিলে বলবে।’ এই শুনে খানিকটা হকচকিয়ে যান সুরকারের স্ত্রী।
নিজেকে সামলে নিয়ে সায়রা বলেন, ‘সকলকে শুভ বিকেল। ক্ষমা চাইছি, আমি ঝরঝরে তামিলে কথা বলতে পারি না। আমাকে মাফ করবেন।  ওঁ পুরস্কার পেয়েছে, আমি খুব খুশি। কারণ ওঁর কণ্ঠস্বর আমার খুব পছন্দের।’

এরপরেই এ আর রহমানের সমালোচনা শুরু করেছে নেটিজেনরা।কেন স্ত্রীকে হিন্দিতে কথা বলতে আটকালেন রহমান (AR Rahman)? তা নিয়ে নেট মাধ্যমে শুরু হয়েছে জোর আলোচনা। কী কারণে হিন্দিতে অনীহা এ আর রহমানের প্রশ্ন দর্শকমনে।