Lepchakha Tour: পর্যটন মানচিত্রে বিশেষ জায়গা করে নিচ্ছে লেপচাখা

      জয়ন্তী বক্সায় অনেকে ঘুরে এলেও এখনও অব্দি যেতে পারেনি লেপচাখায়। ডুয়ার্সের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই বিশেষ জায়গা করে নিয়েছে লেপচাখা। প্রাকৃতিক বৈচিত্র্যের কারণেই…

 

 

 

জয়ন্তী বক্সায় অনেকে ঘুরে এলেও এখনও অব্দি যেতে পারেনি লেপচাখায়। ডুয়ার্সের পর্যটন মানচিত্রে ইতিমধ্যেই বিশেষ জায়গা করে নিয়েছে লেপচাখা। প্রাকৃতিক বৈচিত্র্যের কারণেই অনেক পর্যটককে টেনে রাখছে এই স্পট। আলিপুরদুয়ার থেকে খুব সহজেই যাওয়া যায় লেপচাখায়। এখন কলকাতা থেকেও পর্যটকরা ভিড় জমাচ্ছে এখানে। দুদিনের ছুটিতে আপনিও ঘুরে আসতে পারেন লেপচাখায়। রাতের কাঞ্চনকন্যা এক্সপ্রেসে উঠে পড়ুন শিয়ালদহ থেকে। পরদিন সকালেই আলিপুরদুয়ার। স্টেশন থেকে ভাড়া গাড়িতে ডুয়ার্সের বুক চিরে পৌঁছে যান অপরূপ সুন্দরের দেশে।

পাহাড়ের মাঝে গোল টেবিলের মতো জায়গাটা। চারদিকে গড়ে উঠেছে হোম স্টে। একটি সাইনবোর্ড স্বাগত জানাবে আপনাকে। সেখানে লেখা আছে। ডুয়ার্সের ভেতর মিনি ভুটান। নানা জনজাতির মানুষের বসতি এখানে। খাওয়ারও পাওয়া যায় বিচিত্র রকমের। পাহাড়ি পরিবেশে মোমো, থুকপা চেখে দেখতে পারেন। নৈসর্গিক সুন্দর্যে জড়িয়ে যাবে মন।

লেপচাখা যাওয়ার পথে বক্সা দুর্গ দেখতে ভুলবেন না। এখন সংস্কার করে হয়েছে। চত্বরের ভেতরে ঢুকলেই মনে হবে ইতিহাসের সামনে দাঁড়িয়ে আছেন। বক্সাদুয়ারের সদর বাজারে থাকেন ইন্দ্রশঙ্কর থাপা। গুণের কারণে তিনিও এখন পর্যটকদের আকর্ষণ। ব্যাঞ্জো বাজিয়ে গেয়ে শোনান রবীন্দ্রসঙ্গীত। পাহাড়ের কোলে বসে সেই গান শুনতে লাগে মধুর।

আর দেরি না করে তাহলে এবার কেটেই ফেলুন ট্রেনের টিকিট। থাকার জন্য রয়েছে চাহিদা মতো হোম স্টে। পেঞ্জো ডুকপার হোম স্টে-র ফোন নম্বর ৮৬৫৩২৫৪৩৮৯। আগে থেকে বুক করে যাওয়াই ভালো। এই হোম স্টে থেকে দেখা যায় লেপচাখার প্রাকৃতিক সুন্দর্য। ঘুরে আসুন আপনিও।