SSC Scam: পড়ে রইল বাগানবাড়িগুলো, জেল-কুঠুরিতে রাত কাটানো শুরু পার্থ-অর্পিতার

অপা, তিতলি, বিশ্রাম সহ আরও কতগুলো বিলাসবহুল বাড়িগুলো ফাঁকা। এসব জায়গায় সময় হলেই বান্ধবী অর্পিতাকে নিয়ে চলে যেতেন তখনকার তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha…

Partha Chatterjee,Arpita Mukherjee ,SSC Scam

অপা, তিতলি, বিশ্রাম সহ আরও কতগুলো বিলাসবহুল বাড়িগুলো ফাঁকা। এসব জায়গায় সময় হলেই বান্ধবী অর্পিতাকে নিয়ে চলে যেতেন তখনকার তৃণমূল কংগ্রেস মহাসচিব পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। তখনকার মালে গত মাসেও তিনি ছিলেন রাজ্যে ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক দিক থেকে দ্বিতীয় ব্যক্তি অর্থাত মহাসচিব পদভুক্ত। ঘনিষ্ঠ মহলে গর্ব করে বলতেন, ‘বিশ্বে দুজন মহাসচিব আছে, প্রথমজন রাষ্ট্রসংঘের আর দ্বিতীয়জন আমি’। আপাতত সব অতীত। এসএসসি দুর্নীতির তদন্তে ধৃত পার্থ চট্টোপাধ্যায়ের ঠিকানা জেলের কুঠুরি।

আরও পড়ুন: SSC scam: ‘আমিও জ্বলে পুড়ে মরেছি, দেখুক এবার জেলে ঢুকে কেমন লাগে’

এসি লাগানো বিলাসবহুল বাগানবাড়িতে কষা মাংস পরোটা-রুটি আর হরেক কিসিমের রসনাযুক্ত খাওয়া নয়, চিটচিটে গরমে ১১১ কেজি ওজনের মেদবহুল দেহ নিয়ে জেলখানায় টানা ১৪ দিন থাকা নির্ধারিত। খেতে হবে মামুলি খাবার। চলবে জেরা। অর্পিতা থাকবে আলিপুর মহিলা সংশোধনাগারে।

আরও পড়ুন: SSC scam: পার্থর মেয়ে জামাইকে তলব ইডি-র

শিক্ষক নিয়োগ দুর্নীতির মামলায় কোটি কোটি কালো টাকা, সোনা ও বিপুল সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে গ্রেফতার করার পর যে অতুলনীয় সম্পদ প্রকাশ্যে দেখেছেন রাজ্যবাসী তা হিমশৈলের চুড়া বলে কটাক্ষ বিজেপি, সিপিআইএম ও কংগ্রেসের।

আরও পড়ুন: SSC Scam: চোখে চোখে কথা …ইডি জেরায় মুখোমুখি পার্থ-অর্পিতা

জেলে টানা ১৪দিন কী করবেন ‘অপা’ (অর্পিতা-পার্থ) ? এ নিয়ে চরম কৌতুহল। তাদের বিলাসবহুল জীবনের যতটুকু উঠে এসেছে তাতে স্পষ্ট জল গড়িয়ে খাওয়ার জন্য লোক লাগত পার্থ চট্টোপাধ্যায়ের। তিনি নিজে স্নান করতে পারেন না। পাঞ্জাবি, পাজামা পরিয়ে দিতে হয়। আরও জানা যাচ্ছে, ঘনিষ্ঠ বান্ধবী অর্পিতা বিভিন্ন সময় সাহায্য করত। স্ত্রী মারা যাওয়ার পরই অর্পিতার সঙ্গে ঘনিষ্ঠতা ও নির্ভরতা বেড়ে যায় পার্থবাবুর।

আরও পড়ুন: SSC scam: ৫ আগস্ট অবধি পার্থ-অর্পিতার ইডি হেফাজতের নির্দেশ

আগামী ১৪ দিন দুজনে দুই জেলে। তারা কি এবার আরও মুখ খুলতে চলেছে। তৃণমূল মহলে বাড়ছে উদ্বেগ। পার্থ চট্টোপাধ্যায় আগেই বলেছেন সব ষড়যন্ত্র।সময় হলে সব জানাব।