SSC scam: ‘আমিও জ্বলে পুড়ে মরেছি, দেখুক এবার জেলে ঢুকে কেমন লাগে’

হল না শেষ রক্ষা, এসএসসি দুর্নীতির মামলায় ধৃত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব ও প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আদালত। আদালত তাঁকে ১৪ দিনের…

হল না শেষ রক্ষা, এসএসসি দুর্নীতির মামলায় ধৃত তৃণমূল কংগ্রেসের প্রাক্তন মহাসচিব ও প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে বিচারবিভাগীয় হেফাজতের নির্দেশ দিল আদালত। আদালত তাঁকে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজত দিল। পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবী অর্পিতাকেও ১৪ দিনের হেফাজত। এদিকে পার্থকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কুণাল ঘোষ।

তিনি বলেন, ‘জেলে ঢুকে দেখুক এবার কেমন লাগে। পার্থ চট্টোপাধ্যায়কে সেলে রাখতে হবে। আমি যখন জ্বলে পুড়ে মরেছি, ওকেও তাই হতে হবে। তখন উনি আমাকে পাগল বলেছিলেন। আমার বিরুদ্ধে ষড়যন্ত্রকারীদের মধ্যে পার্থও ছিলেন। যারা যারা সেসময়ে আমার বিরুদ্ধে চক্রান্ত করেছিল সবার হল পার্থর মতো হবে। সবার শেষ দেখে আমার মৃত্যু হবে তার আগে নয়।’

কুণাল ঘোষ সাংবাদিক বৈঠকে আরো বলেন, ‘জেল কর্তৃপক্ষ যেন পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে সাধারণ বন্দির মতোই যেন আচরণ করে। আমি সেইসময়ে অনেকবার জেলে গেছি। অনেক বন্দির সঙ্গে আমার পরিচয় আছে, দরকার পড়লে তাঁদের সঙ্গে যোগাযোগ করব।’