সৎ রাজনীতিবীদ, পশ্চিমবঙ্গের দলমত বর্ণ-ধর্ম নির্বিশেষে মানুষের শ্রদ্ধার ব্যক্তি: শুভেন্দু

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অন্ত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হন তিনি শনিবার। গতকাল রাত থেকে তিনি রয়েছেন ইনভেসিভ ভেন্টিলেশনে।…

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য। অন্ত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় ভর্তি হন তিনি শনিবার। গতকাল রাত থেকে তিনি রয়েছেন ইনভেসিভ ভেন্টিলেশনে। আজ রবিবার বুদ্ধদেব ভট্টাচার্যের অবস্থা কিছুটা স্থিতিশেল হলেও তাঁর সঙ্কটজনক পরিস্থিতি কাটেনি।

রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখতে আসছেন অনেকেই। আজ দুপুরে বুদ্ধদেবকে দেখতে হাসপাতালে যান রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন যে সব থেকে ভালো চিকিৎসা পাচ্ছেন বুদ্ধদেব ভট্টাচার্য। ঠিক একই কথা বলেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস বুদ্ধদেবকে গতকাল দেখতে এসে। শুভেন্দু আরও বলেন যে তিনি চিকিৎসারত ডাক্তারদের সঙ্গে আলাদা করে কথা বলেছেন। তারা সারাক্ষণ বুদ্ধবাবুর দেখভাল করছেন।

বুদ্ধদেব ভট্টাচার্যকে দেখে হাসপাতাল থেকে বেড়িয়ে সাংবাদিককের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, “ডাক্তারবাবুরা বলছেন যে তারা অক্সিজেন লেভেলটা ঠিক করতে পেরেছেন। পরিস্থিতি কিছুটা হলেও ইম্প্রুভ করেছে, এটা আমাকে প্রাথমিকভাবে বলেছেন। ডাক্রারবাবুদের উপর আমাদের কিছুটা ভরসা রাখা উচিত। যারা আমরা ইশ্বরে বিশ্বাস করি তারা আমরা ভগবানের কাছে প্রার্থনা করব এইরকম একজন সৎ রাজনীতিবীদ , পশ্চিমবঙ্গের দলমত বর্ণ-ধর্ম নির্বিশেষে মানুষের শ্রদ্ধার ব্যক্তি। তিনি যেন সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন।“Subhendu Adhikari, BJP Leader from West Bengal

এরপর শুভেন্দু অধিকারী বলেন যে ডাক্তারদের নিয়ম মেনে কিছুটা দূরত্ব বজায় রেখে তিনি বুদ্ধদেব ভট্টাচার্যকে দর্শন করতে পেরেছেন। দূর থেকে বুদ্ধদেনবাব্য কে দেখেছেন বেশ খানিকক্ষণ প্রায় ৫ মিনিট মতন তিনি সেখানে দাঁড়িয়ে পর্যবেক্ষণ করেন বলে জানান। বাম দলের সহকর্মীরা তাঁকে অনেক সাহায্য করেছেন এবং আন্তরিকতা দেখিয়েছেন বলেও জানিয়েছেন শুভেন্দু অধিকারী। এই বিষয়ে তিনি বলেন, “আমি সকলের প্রতি নমস্কার জানাচ্ছি।“

বুদ্ধবাবুকে দেখতে হাসপাতালে যান বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু। প্রাক্তন মন্ত্রী ডা. সূর্যকান্ত মিশ্র সহ সিপিআইএম রাজ্য শীর্ষ নেতারা। অশিতীপর বিমান বসু তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনে বুদ্ধদেববাবুর ঘনিষ্ঠ। দুজনেই ছাত্র যুব রাজনীতিতে একই সাথে ছিলেন। তবে কিছুটা বয়জ্যোষ্ঠ বিমান বসু। তিনি এই বয়সেও অতি সক্রিয় রাজনীতিবিদ। এদিন তিনি অসুস্থ বুদ্ধদেব ভট্টাচার্যকে কাছ থেকে দেখে মৃদু স্বরে ডাকেন। তাঁর ডাকে চোখ খোলেন বুদ্ধদেব ভট্টাচার্য।

রাজনৈতিক নেতারা প্রাক্তন মুখ্যমন্ত্রীর সুস্থতা কামনা করছেন। গতকাল হাসপাতালে এসেছিলেন রাজ্যপাল সি ভি আনন্দ বোস, বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। এদিন দেখতে আসেন বাম ঘনিষ্ঠ ভাঙড়ের আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। বুদ্ধদেব বাবুর দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

উডল্যান্ডস হাসপাতালের চিকিৎসকরা জানাচ্ছেন, মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স একরকম ব্যাক্টেরিয়ার উপস্থিতি ধরা পড়েছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর শরীরে। ক্লেবশিয়েলা (Klebsiella) নামে মারণ ব্যাক্টেরিয়ার খোঁজ পেয়েছেন চিকিৎসকেরা। এটি মাল্টি ড্রাগ রেজিস্ট্যান্স ব্যাক্টেরিয়া। বদলে ফেলা হয়েছে অ্যান্টিবায়োটিক।আগামী ৪৮ ঘণ্টার পর্যবেক্ষণ খুবই গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। রক্তচাপের ওঠানামা রয়েছে। ফুসফুসের দু’দিকেই আক্রমণ করেছে নিউমোনিয়া।