Buddhadev Bhattacharya: বুদ্ধবাবুর দ্রুত আরোগ্য কামনা করছি: নওশাদ

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadev Bhattacharya) অসুস্থ হন। বুধবার তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাকে দেখতে উডল্যান্ডস হাসপাতালে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী।

Naushad Siddiqui Buddhadev Bhattacharya

প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য (Buddhadev Bhattacharya) অসুস্থ হন। বুধবার তাকে বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। তাকে দেখতে উডল্যান্ডস হাসপাতালে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকী। তিনি বুদ্ধবাবুর দ্রুত আরোগ্য কামনা করেছেন। বিমান বাবু সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা তাকে দেখতে আসছেন। বিমান বাবু এসে সর্বপ্রথম চিকিৎসকদের সাথে কথা বলেন।

গত বিধানসভা ভোটে রাজ্য বামফ্রন্ট ও কংগ্রেসের সাথে জোট করে আইএসএফ। সেই জোটের নাম হয়েছিল সংযুক্ত মোর্চা। জোটের তরফে একমাত্র আইএসএফের নওশাদ সিদ্দিকী জয়ী হন। বিধানসভায় তিনিই একমাত্র তৃণমূল ও বিজেপির বিরোধী বিধায়ক। নওশাদ বাম ঘনিষ্ঠ বলে পরিচিত। হুগলি ফুরফুরা শরিফের পীরজাদা নওশাদ সিদ্দিকীর দল আইএসএফের সাথে সিপিআইএমের জোট নিয়ে বারবার রাজনৈতিক মহলে বিতর্ক দানা বেঁধেছে। পঞ্চায়েত ভোটেও আইএসএফ ও বাম জোট লড়াই করেছে দক্ষিণ ২৪ পরগনার সংঘর্ষ কবলিত ভাঙড়ে।

কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষীদের ঘেরাটোপে প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যকে হাসপাতালে দেখতে এসেছিলেন নওশাদ। চিকিৎসাধীন বুদ্ধবাবুর শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা যাচ্ছে। রাইস টিউবে খাওয়া দাওয়া করছেন তিনি। চিকিৎসায় প্রাথমিকভাবে সাড়া দিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। রক্তে অক্সিজেনের মাত্রা কিছুটা বেড়েছে। ভেন্টিলেশন সার্পোটে রয়েছেন বুদ্ধদেব ভট্টাচার্য।