SSC Scam: অনুব্রতর নাকের ডগায় পার্থর বাগানবাড়িতে তল্লাশি, সিঁটিয়ে আছে তৃণমূল

কলকাতা থেকে এসেছে ইডি। তাদের দেখে সাত সকালেই হই হই পড়ে গেল শান্তিনিকেতনের রতনকুঠিতে। শান্তিনিকেতনেই পার্থ অর্পিতার বাগানবাড়ি ‘অপা’। সেখানে হবে তল্লাশি। এদিকে বীরভূম জেলা…

কলকাতা থেকে এসেছে ইডি। তাদের দেখে সাত সকালেই হই হই পড়ে গেল শান্তিনিকেতনের রতনকুঠিতে। শান্তিনিকেতনেই পার্থ অর্পিতার বাগানবাড়ি ‘অপা’। সেখানে হবে তল্লাশি। এদিকে বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস জুড়ে ফিসফাস, ভিতরে কী ফেলে গেছে পার্থ-অর্পিতা। তারা কি জেরায় কোনও গোপন ইঙ্গিত দিয়েছে? (SSC Scam)

এমিতেই টিএমসি বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গোরু পাচার মামলায় সিবিআই নজরে। তাঁর দেহরক্ষী সায়গল হোসেনকে কোটি কোটি টাকার বেআইনি সম্পত্তি করার অভিযোগে গ্রেফতার করে জেরা করছে সিবিআই। এর মাঝে এসএসসি দুর্নীতিতে প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের বিপুল কালো টাকা, সোনা উদ্ধার ও একাধিক বাগানবাড়ি, ফ্ল্যাটে চলেছে অভিযান। শান্তিনিকেতনের এই অপা বাগানবাড়ি তারই একটি।

তৃ়ণমূল কংগ্রেস নেতা অনুব্রতর নাকের ডগায় ইডি অভিযান চলছে। সূত্রের খবর শান্তিনিকেতন ও বোলপুর জুড়ে চলবে অভিযান। এখানেই বিপুল সম্পত্তি, জমি, জায়গা, ফ্ল্যাট, বাংলোর হদিশ মিলেছে পার্থ-অর্পিতার। অভিযোগ, আসানসোলের কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপিকা মোনালিসা দাসের সঙ্গেও ঘনিষ্ঠতা ছিল পার্থ চট্টোপাধ্যায়ের। মোনালিসার নামেও বিপুল সম্পত্তির তথ্য পাচ্ছে ইডি।

সেই সম্পত্তিস্থল পরিদর্শন ও সম্পত্তি পরিমান সম্পর্কিত তথ্য সংগ্রহের পাশাপাশি সিউড়ির এক ব্যবসায়ী যিনি পাথর বলয়ে তোলাবাজিতে যুক্ত তার খোঁজ করতে তৎপর হয়েছে বলে জানা গেছে।