আত্মহত্যা নাকি খুন বিজেপি কর্মী অর্জুনের ময়নাতদন্তে কী আসবে জল্পনা প্রবল

আলিপুর কম্যান্ড হাসপাতালে শেষ হয়েছে বিজেপির যুব কর্মী অর্জুন চৌরাসিয়ার দেহের ময়নাতদন্ত। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং কল্যাণ চৌবের উপস্থিতিতে সেখান থেকেই আরজিকর হাসপাতালে নিয়ে…

আলিপুর কম্যান্ড হাসপাতালে শেষ হয়েছে বিজেপির যুব কর্মী অর্জুন চৌরাসিয়ার দেহের ময়নাতদন্ত। বিজেপি নেত্রী প্রিয়াঙ্কা টিবরেওয়াল এবং কল্যাণ চৌবের উপস্থিতিতে সেখান থেকেই আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয় অর্জুনের মৃতদেহ। সেখান থেকে বিজেপির দলীয় অফিস হয়ে দেহ নিয়ে যাওয়া হবে নিমতলা শ্মশানে।

ময়নাতদন্তের সময় উপস্থিত ছিলেন কল্যাণী এইমসের চিকিৎসকরা। ম্যাজিস্ট্রেটের নজরদারিতে গোটা প্রক্রিয়ার ভিডিওগ্রাফি করা হয়েছে।

এদিন অর্জুনের মৃতদেহ আনতে বাইক মিছিলের আয়োজন করা হয়েছে বিজেপির তরফে।

শুক্রবার সকালে কাশীপুরের পরিত্যক্ত কোয়ার্টার থেকে বিজেপি কর্মী অর্জুন চৌরাসিয়ার ঝুলন্ত অবস্থায় মৃতদেহ উদ্ধার হয়। বিজেপি কর্মীর অস্বাভাবিক মৃত্যুকে ঘিরে ব্যাপক জলঘোলা হয়েছে। ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিবারের সঙ্গে কথা বলেন কেন্দ্রিয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সিবিআই তদন্তের দাবি তোলেন তিনি।

শনিবার ঘটনার পর থেকেই অর্জুন চৌরাসিয়ার বাড়ির সামনে সিসিটিভি ক্যামেরা। সকাল থেকেই এলাকা পরিদর্শন করেন লালবাজারের গুণ্ডা দমনের আধিকারিকরা। উপস্থিত ছিলেন হোমিসাইড শাখার অফিসাররা। একটি টাইপ ডে থ্রিডি স্ক্যানার বসিয়ে চলে নজরদারি। যেখান থেকে দেহ উদ্ধার হয়েছে সেখানেই চলছে দেহের নমুনা সংগ্রহের কাজ।

বিজেপির তরফে দাবি করা হচ্ছে ৬ নম্ব৯র ওয়ার্ডের বিজেপির কাজকর্ম দেখতে অর্জুন। অমিত শাহকে স্বাগত জানাতে বিজেপির বাইক মিছিলের দায়িত্বে ছিল সে।