তামিলনাড়ুতে তরুণকে পিটিয়ে খুন, একাধিক পুলিশকর্মী অভিযুক্ত

উত্তপ্ত তামিলনাড়ু। বিতর্কে স্ট্যালিন সরকার। এক তরুণ কে পুলিশি হেফাজতে পিটিয়ে খুনের ঘটনায় বিতর্ক প্রবল। ১৮ এপ্রিল রাতে চেন্নাইয়ে একটি অটো করে যাচ্ছিলেন ভিগনেশ ও…

উত্তপ্ত তামিলনাড়ু। বিতর্কে স্ট্যালিন সরকার। এক তরুণ কে পুলিশি হেফাজতে পিটিয়ে খুনের ঘটনায় বিতর্ক প্রবল।

১৮ এপ্রিল রাতে চেন্নাইয়ে একটি অটো করে যাচ্ছিলেন ভিগনেশ ও তার বন্ধু সুরেশ। সে সময় রাস্তায় চলছিল নাকা চেকিং। কর্তব্যরত পুলিশ কর্মীরা সুরেশের অটো থামিয়ে তল্লাশি শুরু করে। ভিগনেশের কাছ থেকে উদ্ধার হয় গাঁজা। এরপরই পুলিশ সুরেশ ও ভিগনেশকে থানায় নিয়ে আসে। থানায় পুলিশের বেদম মারে ভিগনেশের মৃত্যু হয় বলে অভিযোগ।

মৃতের পরিবার এবং তামিলনাড়ুর বিরোধী দলগুলি অভিযোগ করে, পুলিশের অত্যাচারেই ২৫ বছরের এক তরতাজা তরুণের মৃত্যু হয়েছে।

বিরোধীদের প্রবল চাপে শেষ পর্যন্ত রাজ্যের মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন প্রতিশ্রুতি দেন, এ ঘটনায় যদি কোনও পুলিশকর্মী দোষী বলে প্রমাণ হয় তবে তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।

প্রথমে এ ঘটনায় একটি সন্দেহজনক মৃত্যুর অভিযোগ দায়ের করা হয়েছিল। কিন্তু ময়নাতদন্তের রিপোর্টে দেখা গিয়েছে, ভিগনেশের শরীরে ১৩টি বড় মাপের আঘাতের চিহ্ন রয়েছে। ময়না তদন্তের রিপোর্টের ভিত্তিতে একটি খুনের মামলা দায়ের হয়েছে। একই সঙ্গে এ ঘটনায় জড়িত পুলিশ কর্মীরাও গ্রেফতার হতে পারেন বলে খবর।

ইতিমধ্যেই ভিগনেশের মৃত্যুর ঘটনায় একজন সাব-ইন্সপেক্টর, একজন কনস্টেবল ও একজন হোমগার্ডকে সাসপেন্ড করেছে তামিলনাড়ু সরকার।

জিজ্ঞাসাবাদের জন্য শুক্রবার একাধিক পুলিসকর্মীর বিরুদ্ধে সমন জারি করা হয়েছে।

শনিবার তামিলনাড়ুর সরকারের এক পদস্থ আধিকারিক জানিয়েছেন, এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে তফসিলি জাতি ও উপজাতির উপর অত্যাচার দমন প্রতিরোধ আইন প্রয়োগ করা হতে পারে। তদন্তের পর খুব শীঘ্রই জানিয়ে দেওয়া হবে কতজন পুলিশ কর্মী এই ঘটনায় জড়িত এবং তাদের গ্রেফতার করা হয়েছে কিনা।

শুক্রবার ভিগনেশের মৃত্যু নিয়ে রাজ্য বিধানসভায় তীব্র প্রতিবাদ জানায় বিরোধীরা। তাদের দাবি, পুলিশ এক নিরীহ তরুণকে পিটিয়ে হত্যা করেছে। তাই এই ঘটনার উপযুক্ত তদন্ত হওয়া প্রয়োজন। বিরোধী দলের দাবি মেনে নিয়ে মুখ্যমন্ত্রী স্ট্যালিন সিআইডিকে দিয়ে তদন্ত করার আশ্বাস দিয়েছেন। তবে বিরোধীরা রাজ্য পুলিশের উপর ভরসা রাখতে না পেরে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। বিরোধীদের প্রশ্ন, অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে রাজ্যের পুলিশ কিভাবে উপযুক্ত তদন্ত করবে? মুখ্যমন্ত্রী নিজেই ভিগনেশের মৃত্যতে কোনও রহস্য নেই বলছেন। তারপরও তাঁর সরকারের পুলিশ কিভাবে তদন্ত চালাবে! শেষ পর্যন্ত নিজেদের দাবি আদায়ে বিধানসভা থেকে আউট করে বিরোধীরা।