ঢাক ঢোল না পিটিয়ে চুপচাপ নিজের কাজটা করে চলেছে এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan)। ইতিমধ্যে ক্লাব থেকে একাধিক নামী ফুটবলার বিদায় নিয়েছেন। কিছু তরুণ ভারতীয় খেলোয়াড়কে রিলিজ করেছে এটিকে মোহন বাগান। কিন্তু কারা আসছেন, সেই প্রশ্নের উত্তর এখনও পাওয়া বাকি।
ট্রান্সফার উইন্ডো খোলার আগেও শোনা গিয়েছিল এটিকে মোহন বাগান কর্তারা নিজেদের কাজটা ঠিকই করে চলেছেন। ইন্ডিয়ান সুপার লিগের অন্যান্য দলগুলো থেকে যখন একের পর এক আপডেট আসছিল, তখন বাগানের বাইরে আসেনি তেমন কোনো খবর ।
ক্লাব সমর্থক কিংবা ফুটবল প্রেমীদের মনে প্রশ্ন ছিল, সবুজ মেরুন ক্লাবে আদৌ কি কিছু হচ্ছে? এর উত্তর হল, হ্যাঁ হচ্ছে। এবারের দল বদলের বাজারে ইতিমধ্যে একাধিক ফুটবলারকে ক্লাব নিশ্চিত করে ফেলেছে বলে জানা গিয়েছে। পাকাপাকি ভাবে ঘোষণা করা বাকি।
রবিবার সন্ধ্যায় আশীষ রাই এর কথা অফিসিয়ালি জানানো হয়েছে। এর আগে ইস্টবেঙ্গলের হামতের কথা জানানো হয়েছিল। আগামী দিনের এরকম আরও চমক রয়েছে বলে আশা করা হচ্ছে।