Independence Day: পাকিস্তান থেকে রুবাব সুরে ‘জন গণ মন…’ভেসে আসছে, বিশ্ব জুড়ে চমক

  স্বাধীনতা দিবসের (Independence Day) ৭৫ বছর পূর্তির আনন্দে মেতে উঠেছে। এদিকে এই বিশেষ দিনে ভারতের উদ্দেশ্যে উড়ে এল সীমান্ত পার পাকিস্তান থেকে শুভেচ্ছা বার্তা।…

 

স্বাধীনতা দিবসের (Independence Day) ৭৫ বছর পূর্তির আনন্দে মেতে উঠেছে। এদিকে এই বিশেষ দিনে ভারতের উদ্দেশ্যে উড়ে এল সীমান্ত পার পাকিস্তান থেকে শুভেচ্ছা বার্তা। পাকিস্তানের (Pakistan) রুবাব বাদক সিয়াল খান ভারতের জাতীয় সংগীত বাজানোর একটি ভিডিও পোস্ট করেছেন।

রুবাব বাদ্যযন্ত্র পাকিস্তান, আফগানিস্তান সহ মধ্য এশিয়ায় বেশ জনপ্রিয়। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে, সিয়াল খান তার রুবাবে ‘জন গণ মন’ বাজাচ্ছেন। পিছনে দেখা যাচ্ছে শান্ত পাহাড় এবং সবুজ।

গানটি পোস্ট করে সিয়াল খান লিখেছেন, “এখানে সীমান্তের ওপারে আমার দর্শকদের জন্য একটি উপহার। হ্যাপি #Independenceday। আমাদের মধ্যে শান্তি, সহিষ্ণুতা ও সুসম্পর্কের জন্য বন্ধুত্ব ও সদিচ্ছার প্রতীক হিসেবে আমি ভারতের জাতীয় সংগীতের চেষ্টা করেছি।”

ভিডিওটি তুমুল গতিতে ভাইরাল হয়ে গেছে এবং টুইটারে ৭৯০ হাজার ভিউ এবং ৪৬ হাজারেরও বেশি লাইক পড়েছে।