মাননীয় মুখ্যমন্ত্রীও আতঙ্কগ্রস্ত, কারণ কী? : বিমান বসু

রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতি ও গোরু পাচার তদন্তে নেমেছে সিবিএসই ও ইডি। বিপুল কালো টাকা উদ্ধারের পর প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে ও বীরভূম জেলা…

biman-basu

রাজ্য জুড়ে নিয়োগ দুর্নীতি ও গোরু পাচার তদন্তে নেমেছে সিবিএসই ও ইডি। বিপুল কালো টাকা উদ্ধারের পর প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় জেলে ও বীরভূম জেলা টিএমসি সভাপতিকে জেরা করছে সিবিআই। তাৎপর্যপূর্ণ, অনুব্রতর পাশে দাঁড়িছেন খোদ মুখ্যমন্ত্রী। এমনকি নিজের বাড়িতেও সিবিআই হানার আগাম বার্তা দিয়েছেন। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীকে তীব্র আক্রমণ করলেন বামফ্রন্ট চেয়ারম্যান ও CPIM নেতা বিমান বসু।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠান পালনের পর বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সরাসরি দুর্নীতির প্রশ্নে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে বলেছেন, দুঃখের হলেও বাস্তব সত্য মাননীয় মুখ্যমন্ত্রী তিনিও আতঙ্কগ্রস্ত। তিনিও বলছেন, আমার বাড়িতে আসবে? দুর্নীতি যদি না করে থাকে তাহলে আতঙ্ক হওয়ার কারণ কী?

উল্লেখ্য, সিবিআই ও ইডির তৎপরতায় একের পর এক তৃণমূল নেতাদের তীব্র আতঙ্ক। সূত্রের খবর, আগামী দিনে শিক্ষাক্ষেত্রে নিয়োগ দুর্নীতি ও গোরু পাচার মামলায় একাধিক তৃণমূল মন্ত্রীদের তলব করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ থেকে একাধিক মন্তব্য নিয়ে জল্পনা শুরু হয়েছে। মুখ্যমন্ত্রী বারবার সিপিআইএমকে নিশানা করছেন।

বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর কটাক্ষ, এত আতঙ্কিত কেন মুখ্যমন্ত্রী ? আর সিপিআইএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের কটাক্ষ, উনি ডাকাতদের রানি।

তবে দুর্নীতির প্রশ্নে বিমান বসু বিজেপি ও প্রধানমন্ত্রী মোদীরও কড়া সমালোচনা করেছেন। এর পাশাপাশি তিনি প্রধানমন্ত্রী মোদীর বিরুদ্ধে দেশের স্বাধীনতা আন্দোলনের ইতিহাসকে অপব্যাখ্যা করার অভিযোগ করেছেন।

এদিন বিমান বসু বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য আমি শুনেছি।উনি জওহরলাল নেহরুর কথা উল্লেখ করেছেন। অন্যদের নাম উল্লেখ করেননি। তার থেকেও বড় কথা হচ্ছে, সাভারকরের নাম উল্লেখ করেছেন। সাভারকর স্বাধীনতা সংগ্রামী নন। উনি আরএসএস পরিবারের সদস্য হয়ে আরএসএস পরিবারের সদস্যদের নাম উল্লেখ করেছেন। এব্যাপারে কোনও সন্দেহ নেই।