FIFA: ফেডারেশনের নির্বাচন নিয়ে ফিফার চূড়ান্ত চিঠি আসার কথা রাতেই

ফেডারেশনের নির্বাচন সংক্রান্ত বিষয়ে আজ সোমবার, তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে চিঠি দিতে পারে বিশ্বফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সঙ্গে অবশ্য সোমবার সকালে টেলিফোনে ফিফার…

FIFA

ফেডারেশনের নির্বাচন সংক্রান্ত বিষয়ে আজ সোমবার, তাদের চূড়ান্ত সিদ্ধান্ত জানিয়ে চিঠি দিতে পারে বিশ্বফুটবলের নিয়ামক সংস্থা ফিফা। কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের সঙ্গে অবশ্য সোমবার সকালে টেলিফোনে ফিফার (FIFA) কর্তাদের আরও একপ্রস্থ কথা হয়েছে। ফেডারেশন সূত্রে জানা গিয়েছে, নির্বাচন কীভাবে হবে, সোমবারই রাতে চূড়ান্ত চিঠি পাঠাবে ফিফা।

ফেডারেশনের নির্বাচনে দেশের রাজ্য সংস্থাগুলোর প্রতিনিধি কারা থাকবেন তার তালিকা তৈরি করেছেন অ্যাডমিনিস্ট্রেটররা। বাংলা থেকে বাতিল হয়েছে প্রাক্তন সভাপতি সুব্রত দত্তের নাম। রাজ্য সংস্থা এবং কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রকের রিভিউ পিটিশনের ভিত্তিতে সুপ্রিম কোর্টে ফেডারেশনের রায় প্রকাশ হতে পারে ১৭ আগস্ট।

তবে এক্ষেত্রে ফিফা যদি নির্বাচন নিয়ে নতুন কিছু আদেশ দেয়, তাহলে অ্যাডমিনিস্ট্রেটরদের নির্বাচনীর খসড়ার পুরো ব্যাপারটাই উল্টে যাবে। কারণ, তৃতীয় পক্ষের অন্তর্ভুক্তির জন্য কিছুদিন আগেই এল সালভাদোরকে নির্বাসিত করেছে ফিফা। ফলে রাজ্য সংস্থাগুলি তাকিয়ে আছে ফিফার দিকে। প্রাক্তন জাতীয় ফুটবলাররা ফেডারেশন নির্বাচনে ভোট দিতে পারবেন কি না, তা ঠিক হয়ে যাবে সোমবার ফিফার চিঠি চলে এলেই।

এদিকে, ফেডারেশনের নির্বাচনে ভোট দেওয়ার যোগ্যতা অর্জন কারী ২৪জন প্রাক্তন পুরুষ জাতীয় ফুটবলারের মধ্যে প্রসুন বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত বন্দ্যোপাধ্যায়ের নাম রয়েছে। কিন্তু দেশের একাধিকবার প্রতিনিধিত্ব করলেও কেন ভোট দিতে পারবেন না জানতে চেয়ে অ্যাডমিনিস্ট্রেটরদের চিঠি দিয়েছেন তিন প্রাক্তন জাতীয় ফুটবলার, মহেশ গাওলি, ভেঙ্কটেশ এবং স্টিভেন ডায়াস।