সোনা-রুপো কেনার আগে জেনে নিন আজকের দাম

সোনা রুপোর দামে মঙ্গলবার তেমন কোনও পরিবর্তন হল না বলে জানা গিয়েছে। দেশে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৪৭,৬৫০ টাকা, যা আগের দিনও একই…

সোনা-রুপো কেনার আগে জেনে নিন আজকের দাম

সোনা রুপোর দামে মঙ্গলবার তেমন কোনও পরিবর্তন হল না বলে জানা গিয়েছে। দেশে ২২ ক্যারেট ১০ গ্রাম সোনার দাম ৪৭,৬৫০ টাকা, যা আগের দিনও একই ছিল। একই সঙ্গে লখনউয়ে এর দাম ৪৭,৮০০ টাকা, যা আগের দিনও ছিল একই রকম।

গুডরিটার্নের ওয়েবসাইট অনুযায়ী, দিল্লি, কলকাতা ও ব্যাঙ্গালোরে ২৪ ক্যারেটের ১০ গ্রাম সোনার দাম ৫১,৯৮০ টাকায় বিকোচ্ছে। এদিকে, দিল্লি, কোলকোটা ও ব্যাঙ্গালোরে ২২ ক্যারেট সোনার ১০ গ্রাম ৪৭,৬৫০ টাকায় বিক্রি হচ্ছে।

 

Advertisements

একই সঙ্গে আজ দেশে ২৪ ক্যারেট সোনার ১০ গ্রামের দাম ৫১,৯৮০ টাকা। আগের দিন দাম ছিল ৫১ হাজার ৯৮০ টাকা। একই সঙ্গে লখনউয়ে আজকের হার ৫২,১৩০, যা গতকালও ছিল। রুপোর দরও কিছুটা কমেছে। আজ এক কিলো রুপোর দর ৬০ হাজার। একই সময়ে গতকাল দাম ছিল ৬০ হাজার ৩০০। অর্থাৎ রুপোর দাম কেজি প্রতি ৩০০ টাকা কমেছে।