Gujarat Files লেখিকা রানা আইয়ুবের টুইটার ব্লক, গ্রেফতারের সম্ভাবনা

কিংবদন্তি টেনিস তারকা মার্টিনা নাভ্রাতিলোভার একটি টুইটে বিশ্ব আলোড়িত। তিনি ভারতীয় সাংবাদিক রানা আইয়ুবের টুইটার ব্লক করার প্রেক্ষিতে লিখেছেন এর পর কে? (So who is…

কিংবদন্তি টেনিস তারকা মার্টিনা নাভ্রাতিলোভার একটি টুইটে বিশ্ব আলোড়িত। তিনি ভারতীয় সাংবাদিক রানা আইয়ুবের টুইটার ব্লক করার প্রেক্ষিতে লিখেছেন এর পর কে? (So who is next?!? Just awful…) মার্টিনার এমন টু়ইটের পর বিতর্কিত গুজরাট ফাইলস (Gujarat Files) বই লেখিকা ও সাংবাদিক রানা আইয়ুবের গ্রেফতারের সম্ভাবনা দেখছেন অন্যান্য সমাজকর্মীরা। তাঁদের আশঙ্কা যে ভাবে সমাজকর্মী তিস্তা শেতলবাদকে গ্রেফতার করেছে গুজরাটের সন্ত্রাস দমন শাখা (এটিএস) তার পর রানা আইয়ুবকে টার্গেট করেছে মোদী সরকার।

সমাজকর্মীদের দাবি, রানা আইয়ুব গোপন জবানবন্দির ভিত্তিতে গুজরাটে ভয়াবহ পরিস্থিতির সময় তৎকালীন মুখ্যমন্ত্রী মোদী ও গুজরাটের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সহ প্রশাসনিক কর্মকর্তাদের উদ্দেশ্য ফাঁস করেন, তিনি এবার কেন্দ্রের মোদী সরকারের টার্গেট হতে চলেছেন।

বিতর্কিত ‘Gujrat Files’ বই লেখিকা রানা আইয়ুব তেহলকা প্রতিষ্ঠানে যুক্ত ছিলেন। তাঁর দাবি, গুজরাট গোষ্ঠি সংঘর্ষের পর তিনি দীর্ঘ সময় গুজরাটে থেকে গোপনে প্রশাসনিক কর্তাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। তাদের সাক্ষাতকার গোপনে রেকর্ড করেন। সেই সাক্ষাতকারগুলি নিয়েই তিনি গুজরাট ফাইলস বই লিখেছেন।

সমাজকর্মীরা মনে করছেন, তিস্তা শেতলবাদের মতো রানা আইয়ুব বরাবর সরকারের নজরে আছেন। তবে তিস্তা শেতলবাদ কে গ্রেফতারের কারণ হিসেবে ‘গুজরাট দাঙ্গা’ নিয়ে ভুয়ো তথ্য ছড়ানোর অভিযোগ আনা হয়েছে।

গুজরাট গোষ্ঠি সংঘর্ষে সংখ্যালঘু অধ্যুষিত গুলবার্গ সোসাইটিতে হামলায় নিহত হন কংগ্রেস সাংসদ এহসান জাফরি সহ অনেকে। এর বিচার চেয়ে নিহত কংগ্রেস নেতার স্ত্রী জাকিয়া জাফরির সঙ্গে তিস্তা আরও এক মামলাকারী। সুপ্রিম কোর্ট এই মামলায় তৎকালীন গুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদীকে ক্লিনচিট দিয়েছে। এরপর তিস্তার ভূমিকা নিয়ে সরব হন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তারপরেই গ্রেফতার করা হয় তিস্তা শেতলবাদকে।

তিস্তাকে জেরা করছে গুজরাট এটিএস। আর সরকারের নির্দেশে বন্ধ করা হয়েছে রানা আইয়ুবের টুইটার অ্যাকাউন্ট। তবে এর আগে  সাংবাদিক রানা আইয়ুবের ১.৭৭ কোটি টাকা বাজেয়াপ্ত করে ইডি। আইয়ুবের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগ আনা হয়।