কুণাল ঘোষ লেজ কাটা শিয়াল! বিস্ফোরক দিলীপ

সারদা কর্তা সুদীপ্ত সেনের বয়ানকে হাতিয়ার করে গতকাল সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার পর আজ রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেফাজতে নিয়ে…

সারদা কর্তা সুদীপ্ত সেনের বয়ানকে হাতিয়ার করে গতকাল সিজিও কমপ্লেক্সে হাজিরা দেওয়ার পর আজ রাজ্যপালের দ্বারস্থ হচ্ছে তৃণমূল। দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করুক সিবিআই। সুদীপ্ত সেনের বয়ান আসার পর থেকেই এই ইস্যুতে তোপ দেগেছেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। এবার তাঁকে একহাত নিলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ।

মেদিনীপুরের সাংসদ বলেছেন, ধর্না কেন দিচ্ছেন বুঝতে পারছি না৷ সরকার তো ওনাদের হাতে। আমাদের কত লোককে গ্রেফতার করে রেখে দিয়েছে। একজন নেতাকে গ্রেফতার করে নেবেন করে নিন। যদি কেউ অন্যায় করে থাকে মনে হয়, সরকার আছে, পুলিশ আছে, সিআইডি আছে। তারা তদন্ত করুক৷ ভয় পাচ্ছেন নাকি এরকম নাটক করার কোনও প্রয়োজন নেই৷ ভাবছেন ওনাদের নেতাদের ডাকছে, এদিক থেকেও কাউকে ডাকা উচিৎ। শুভেন্দু অধিকারীকে যখন ডেকেছিলেন উনি গিয়েছিলেন। ওনাদের নেতারা তো একবার ডাকলে যান না।

   

এরপরেই দিলীপ ঘোষ বলেন, যে শিয়ালের লেজ কাটা গেছে। সে চাইবে সবার লেজ কাটা হোক। নাম না করলেও এই আক্রমণ কুণাল ঘোষের বিরুদ্ধে দিলীপ বাবু করলেন এবিষয়ে সন্দেহ নেই। কারণ, এর আগে সারদা মামলায় জেল খাটতে হয়েছিল তাঁকে। তখন তৃণমূলের একাধিক নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন তিনি। এখন অবশ্য কুণাল ঘোষ তৃণমূলের সক্রিয় কর্মী। এখন সুদীপ্ত সেনের বক্তব্যকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে তোপ দাগতে চান তাঁরা।

টিএমসি ও বিজেপি কি লোক দেখানো লড়াই? দিলীপ ঘোষ বলেন, আমার মনে হয় ওরা দেখাতে চাইছে তৃণমূল বিজেপি সমান। কিন্তু ওদের তো সরকার রয়েছে এখানে। মদন মিত্রকে কে গ্রেফতার করেছিল? কুণাল ঘোষকে কে গ্রেফতার করেছিল?

যদিও কুণাল ঘোষের বারবার একই কথা বলেছেন, সিবিআইয়ের এফআইআরে নাম রয়েছে শুভেন্দু অধিকারীর। সেখান থেকে বাঁচতেই এখন বিজেপিতে যোগদান করেছেন।