Ambani : আম্বানিকে নিষিদ্ধ করল সেবি

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনিল আম্বানির (Anil Ambani) উপর নিষেধাজ্ঞা জারি করল শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)। অনিল আম্বানির সঙ্গে সঙ্গে আরও তিন…

Ambani : আম্বানিকে নিষিদ্ধ করল সেবি

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত অনিল আম্বানির (Anil Ambani) উপর নিষেধাজ্ঞা জারি করল শেয়ার বাজার নিয়ন্ত্রক সংস্থা সেবি (SEBI)। অনিল আম্বানির সঙ্গে সঙ্গে আরও তিন শিল্পপতির বিরুদ্ধে একই সিদ্ধান্ত নিল সেবি। এই তিন শিল্পপতি হলেন অমিত বাপনা, রবীন্দ্র সুধাকর এবং পিঙ্কেশ এস শাহ।

শুক্রবার এক অন্তর্বর্তী নির্দেশে সেবি এই সিদ্ধান্তের কথা জানায়। সেবি তার নির্দেশে শেয়ার বাজারে নথিভূক্ত অন্যান্য সংস্থাকে অনিল আম্বানির সংস্থার সঙ্গে কোনও রকম ব্যবসা না করার কথা জানিয়েছে। সেবির পক্ষ থেকে জানানো হয়েছে, কোম্পানি সংক্রান্ত নিয়মকানুন যথাযথভাবে না মেনে কাজ করার কারণেই তারা অনিল আম্বানি-সহ আরও তিন শিল্পপতিকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিষিদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। 

সেবির এই সিদ্ধান্তের ফলে অনিল আম্বানি ও অপর তিন শিল্পপতির সংস্থাগুলি বেশ কিছুদিন কোনও রকম শেয়ার কেনাবেচার কাজ করতে পারবে না। 

Advertisements

অনিল আম্বানি এবং অপর তিন শিল্পপতি তাঁদের সংস্থার সমস্ত অর্থ বের করে নিয়েছিলেন বলে অভিযোগ ওঠে। প্রাথমিক অনুসন্ধানে সেই অভিযোগের ভিত্তি মেলার কারণেই সেবি এই সিদ্ধান্ত নিয়েছে। অভ্যন্তরীণ তদন্তে সেবি দেখেছে, ২০১৮-১৯ সাল থেকেই অনিল আম্বানির রিলায়েন্স হোম ফাইন্যান্স লিমিটেড কোম্পানি আইন অমান্য করেছে। এ ধরনের অনিয়মের জন্য সেবি সরাসরি অনিল আম্বানিকেই দায়ী করেছে। সেবি স্পষ্ট জানিয়েছে, সংস্থার মালিক হিসেবে যাবতীয় দায়িত্ব এবং সিদ্ধান্ত নেওয়ার ভার অনিল আম্বানির উপরেই ছিল। তাই সংস্থার যাবতীয় অনৈতিক কাজের দায় তিনি এড়াতে পারেন না।