BJP : ‘পরাজয় নিশ্চিত জেনে’ আশ্বাস মুখ্যমন্ত্রীর

প্রতিবেদন: উত্তরাখণ্ডে নির্বাচনী প্রচারের একেবারে শেষ মুহূর্তে বড়সড় বোমা ফাটালেন বিদায়ী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী জানালেন, উত্তরাখণ্ডে বিজেপি (BJP) ক্ষমতায় ফিরলেই জারি করা হবে…

প্রতিবেদন: উত্তরাখণ্ডে নির্বাচনী প্রচারের একেবারে শেষ মুহূর্তে বড়সড় বোমা ফাটালেন বিদায়ী মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। মুখ্যমন্ত্রী জানালেন, উত্তরাখণ্ডে বিজেপি (BJP) ক্ষমতায় ফিরলেই জারি করা হবে অভিন্ন দেওয়ানি বিধি। তবে মুখ্যমন্ত্রীর এই ঘোষণায় রাজনৈতিক মহলের অনেকেই মনে করছে, নির্বাচন মিটে যাওয়ার পর ফের গোটা দেশজুড়ে অভিন্ন দেওয়ানি বিধি চালুর পথেই হাঁটবে বিজেপি। ধামি সেই ইঙ্গিতই দিয়ে রাখলেন।

তবে উত্তরাখণ্ডের বিরোধী রাজনৈতিক দলগুলির দাবি, পরাজয় নিশ্চিত জেনে শেষ মুহূর্তে হিন্দুত্বের তাস খেলছেন মুখ্যমন্ত্রী। শনিবার ধামি বলেন, বিজেপি ক্ষমতায় ফিরলে রাজ্যে অভিন্ন দেওয়ানি বিধি জারি করা হবে। নতুন বিজেপি সরকার শপথ নেওয়ার পরই একটি কমিটি তৈরি করবে। সেই কমিটি অভিন্ন দেওয়ানি বিধির খসড়া তৈরি করে দেবে। অভিন্ন দেওয়ানি বিধি অনুযায়ী বিবাহ, বিবাহ বিচ্ছেদ, উত্তরাধিকার, সম্পত্তি সংক্রান্ত আইন সব ধর্মের জন্য এক রকম হবে। উত্তরাখণ্ডের সংস্কৃতি অটুট রাখতে বিজেপি এই কাজ করার শপথ নিয়েছে। 

   

মুখ্যমন্ত্রী আরও বলেন, অভিন্ন দেওয়ানি বিধি কার্যকর হলে তবেই সামাজিক সম্প্রীতি বজায় থাকবে। দূর হবে লিঙ্গবৈষম্য। নারীরাও ক্ষমতাবান হবেন। মুখ্যমন্ত্রীর দাবি, সুপ্রিম কোর্ট একাধিকবার অভিন্ন দেওয়ানি বিধি পক্ষে কথা বলেছে। কিন্তু স্বাধীনতার ৭৫ বছর পরেও এ বিষয়ে কোনও পদক্ষেপই করা হয়নি। এক দেশে কখনও দু’ধরনের আইন থাকতে পারে না। 

উল্লেখ্য, ২০১৪ সালে ক্ষমতায় আসার পর থেকেই এক দেশ এক আইনের কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার মন্ত্রিসভার সদস্যরা। দেশের বিরোধী রাজনৈতিক দলগুলির অনুমান, শুধু উত্তরাখণ্ড নয়, পাঁচ রাজ্যের ভোট মিটে গেলে গোটা দেশেই অভিন্ন দেওয়ানি বিধি চালু করার পথে হাঁটতে পারে মোদি সরকার। কারণ মোদি সরকারের হাতে হিন্দুত্বের তাস ছাড়া আর কিছুই নেই। তাই তারা হিন্দুত্বের জিগির তুলেই ২০২৪-এর লোকসভা ভোটে যেতে চায়।