IPL Auction 2022 : কয়েক কোটি টাকায় নতুন দল পেলেন বাংলার সামি

শনিবার বেঙ্গালুরুতে, ইন্ডিয়ান সুপার লিগ (IPL Auction 2022) মেগা নিলামের প্রথম দিনে বাংলার মহম্মদ সামিকে গুজরাট টাইটানস কিনলো ৬.২৫ কোটি টাকায়।বাংলার আর এক তরুণ প্রতিভাবান…

শনিবার বেঙ্গালুরুতে, ইন্ডিয়ান সুপার লিগ (IPL Auction 2022) মেগা নিলামের প্রথম দিনে বাংলার মহম্মদ সামিকে গুজরাট টাইটানস কিনলো ৬.২৫ কোটি টাকায়।বাংলার আর এক তরুণ প্রতিভাবান ক্রিকেটার শাহবাজ আহমেদকে ২.৪০ কোটি টাকায় কিনলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। প্রথম দিনের শেষে অবিক্রীত সাকিব আল হাসান সুরেশ রায়না,ঋদ্ধিমান সাহা।

দুদিন ধরে চলবে ১৫ তম IPL সেশনের নিলাম,রবিবার পর্যন্ত। শনিবার মোটা অঙ্কে বিক্রিত মূখ্য ক্রিকেটারেরা হলেন,ঈশান কিশানকে মুম্বই ইন্ডিয়ান্স কিনেছে ১৫.২৫ কোটিতে।দীপক চাহারকে চেন্নাই সুপার কিংস কিনেছে ১৪ কোটি মূল্যে।নিকলাস পুরানকে ১০.৭৫ কোটি টাকায় কিনেছে সানরাইজার্স হায়দরাবাদ।

   

একই ভাবে শনিবার, নিলামে শিখর ধাওয়ান ৮.২৫ কোটি পাঞ্জাব কিংস,রবিচন্দ্রন অশ্বিন ৫ কোটি রাজস্থান রয়্যালস,পাট কামিন্স ৭.২৫ কোটি কলকাতা নাইট রাইডার্সে এসেছে।কাগিসো রাবাদা ৯.২৫ কোটি পাঞ্জাব কিংস, ট্রেন্ট বোল্ট ৮ কোটি রাজস্থান রয়্যালস,শ্রেয়শ আইরায় ১২.২৫ কোটি কলকাতা নাইট রাইডার্স টিমে এসেছে।

তালিকাতে থাকা ফাফ ডু প্লেসিসকে ৭ কোটি টাকায় কিনলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। ডেভিড ওয়ার্নারকে ৬.২৫ কোটি টাকায় কিনলো দিল্লি কেপিটালস। ডি কককে ৬.৭৫ কোটি টাকায় কিনলো লক্ষৌ সুপার জায়ান্টস। ভারতীয় ক্রিকেটার মনীশ পান্ডে ৪.৬০ কোটি টাকায় কিনলো লক্ষৌ সুপার জায়ান্টস, শিমরন হেটমায়ারকে ৮.৫০ কোটি টাকায় কিনলো রাজস্থান রয়্যালস।

মোট ৫৯০ জন ক্রিকেটার মেগা নিলামের তালিকাতে রয়েছে।রবীন উথাপ্পাকে ২ কোটি টাকায় কিনলো চেন্নাই সুপার কিংস, জেসন রয়কে ২ কোটি টাকায় কিনলো গুজরাট টাইটানস।হার্ষাল প্যাটেলকে ১০.৭৫ কোটি টাকায় কিনলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।দীপক হুডাকে ৫.৭৫ কোটি টাকায় কিনলো লক্ষৌ সুপার জায়ান্টস হাসারাঙ্গাকে ১০.৭৫ কোটি টাকায় কিনলো রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। 

ওয়াশিংটন সুন্দরকে ৮.৭৫ কোটি টাকায় কিনেছে সানরাইজার্স হায়দবাদ।

রবিবার চলবে IPLমেগা নিলাম। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) মেগা নিলামের প্রথম দিনেই অঘটন ঘটে যায়। নিলামকারী হিউ এডমিডস হঠাৎ করে অসুস্থ হয়ে বিডিংয়ের সময় মাটিতে লুটিয়ে পড়েন। সাময়িক সময়ের জন্য স্থগিত করা হয় IPL নিলাম প্রক্রিয়া।এখন হিউ এডমিডসের শারিরীক অবস্থা স্থিতিশীল। নিলামকারী হিউ এডমিডসকে মেডিকেল টিম পর্যবেক্ষণ করছে। হঠাৎ করে এই ঘটনার আকস্মিকতা সামলে নিয়ে ফের শুরু হয় নিলাম পর্ব। চারু শর্মা বাকি প্রথম দিনের জন্য নিলামকারী হন।