Indian Railways : দোতলা ট্রেনে একই সঙ্গে যাবে পণ্য ও যাত্রী 

আয় বাড়াতে এক অভিনব দোতলা ট্রেন চালানোর পরিকল্পনা করছে ভারতীয় রেল (Indian Railways) বোর্ড। দেশে অবশ্য বেশ কয়েক বছর আগেই দোতলা ট্রেন চলতে দেখা গিয়েছে।…

Indian Railways

আয় বাড়াতে এক অভিনব দোতলা ট্রেন চালানোর পরিকল্পনা করছে ভারতীয় রেল (Indian Railways) বোর্ড। দেশে অবশ্য বেশ কয়েক বছর আগেই দোতলা ট্রেন চলতে দেখা গিয়েছে। তবে সেই ট্রেন তেমন জনপ্রিয় হয়নি। তাই এবার একটু অন্য ধরনের দোতলা ট্রেন চালানোর পরিকল্পনা করল রেল বোর্ড। এই দোতলা ট্রেনের একতলায় থাকবে পণ্য এবং দ্বিতীয় তলায় থাকবেন যাত্রীরা। অর্থাৎ একই সঙ্গে একই ট্রেনে পণ্য এবং যাত্রী দুই’ই পরিবহণ করা যাবে। পণ্য পরিবহণের ক্ষেত্রে সাধারণত মালগাড়িগুলিকে নিয়মিত লাইনজনিত সমস্যায় ভুগতে হয়। সেই সমস্যা দূর করতেই এই অভিনব পরিকল্পনা। 

রেল বিশেষজ্ঞরা অনেকেই জানিয়েছেন, এই পরিকল্পনা কার্যকর হলে একসঙ্গে দুই সমস্যারই সমাধান হবে। পণ্য পরিবহণ অনেক সহজ এবং দ্রুত হবে। পাশাপাশি যাত্রী ও পণ্য একইসঙ্গে পরিবাহিত হওয়ার ফলে রেলের আয় বাড়বে। তবে শুধু পরিকল্পনা করা নয়, শীঘ্রই রীতিমতো কাজও শুরু হতে চলেছে। জানা গিয়েছে, প্রথমদিকে তৈরি হবে ২০টি বগি। ওই বগিগুলি দিয়ে দুটি ট্রেন চালানো হবে। সম্ভবত পাঞ্জাবের কাপুরথালা রেল কোচ কারখানায় এই বগিগুলি তৈরি হবে। এজন্য খরচ পড়বে ১৬০ কোটি টাকা। আপাতত নির্দিষ্ট এবং ব্যস্ত কয়েকটি রুটি এই দোতলা ট্রেন চলাচল করবে। 

রেল বোর্ড সূত্রে খবর, প্রতিটি দোতলা ট্রেনেই অন্যান্য দুরপাল্লার ট্রেনের বগির মত ৭২ জন যাত্রী বসতে পারবেন। সব মিলিয়ে ৫ টন পর্যন্ত পণ্যও থাকবে এই ট্রেনে। বর্তমানে দেশে ছয় জোড়া দোতলা ট্রেন চলাচল করে। আগে সংখ্যাটা আরও বেশি ছিল। কিন্তু সেভাবে জনপ্রিয় না হওয়ায় আস্তে আস্তে তা বন্ধ করে দেওয়া হয়েছে। অনেকেই মনে করছেন, নতুন ধরনের এই ট্রেন চালু হলে তা জনপ্রিয় হবে।

করোনাজনিত কারণে গত দু’বছরে যাত্রী পরিবহণ থেকে রেলের আয় অনেকটাই কমেছে। তুলনায় সেই জায়গায় পণ্য পরিবহণ করে কিছুটা হলেও লাভের মুখ দেখেছে রেল। তাই যাত্রী পরিবহণের সঙ্গে সঙ্গে পণ্য পরিবহণকেও সমান গুরুত্ব দিচ্ছে রেল। ২০২২-২৩ অর্থবর্ষে ১৪৭৫ মিলিয়ন টন পণ্য পরিবহণের লক্ষ্যমাত্রা স্থির করেছে রেল। যা চলতি অর্থবর্ষের থেকে ৫ শতাংশ বেশি। পণ্য পরিবহণকে আরও দ্রুতগামী এবং সহজ করতেই দোতলা ট্রেন চালানোর পরিকল্পনা রেল বোর্ডের।