Hijab Row : হিজাব এক মধ্যযুগীয় বেড়াজাল: তসলিমা নাসরিন

কর্ণাটক হিজাব বিতর্ক (Hijab Row) ইতিমধ্যেই দেশের গন্ডি ছাড়িয়ে গোটা দুনিয়াতেই ছড়িয়ে পড়েছে। দেশের মধ্যেও হিজাব বিতর্ক হাইকোর্ট পেরিয়ে গড়িয়েছে সুপ্রিম কোর্টে। শিক্ষা প্রতিষ্ঠানে কোনও…

Hijab Row

কর্ণাটক হিজাব বিতর্ক (Hijab Row) ইতিমধ্যেই দেশের গন্ডি ছাড়িয়ে গোটা দুনিয়াতেই ছড়িয়ে পড়েছে। দেশের মধ্যেও হিজাব বিতর্ক হাইকোর্ট পেরিয়ে গড়িয়েছে সুপ্রিম কোর্টে। শিক্ষা প্রতিষ্ঠানে কোনও ধর্মীয় পোশাক পরা উচিত কিনা তা নিয়ে গোটা দেশজুড়ে বিতর্ক শুরু হয়েছে। এরই মধ্যে হিজাব নিয়ে মুখ খুললেন নির্বাসিত বাংলাদেশি লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasreen)। তসলিমা স্পষ্ট জানিয়েছেন, ভারতে মুসলিম মেয়েদের ড্রেস কোড মেনে চলা উচিত। 

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাতকারে তসলিমা বলেছেন, বোরখা বা হিজাব হল মধ্যযুগীয় এক বেড়াজাল। মনে রাখতে হবে, নারীর শিক্ষার অধিকারের চেয়ে ধর্ম কখনও বড় হতে পারে না। ভারত হল ধর্মনিরপেক্ষ দেশ। সেখানে ইউনিফর্ম ড্রেস কোড চালু হওয়া উচিত। যদি তা চালু হয় তাহলে এই ধর্মীয় বিতর্ক এড়ান যাবে। হিজাবকে কেন্দ্র করে কর্নাটকে স্কুল-কলেজ বন্ধ রাখার সিদ্ধান্তের সমালোচনা করেছেন তসলিমা। তিনি বলেছেন, খুব সম্ভবত দাঙ্গার ভয় পেয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী এস আর বোম্বাই। কিন্তু তাঁকে মনে রাখতে হবে এভাবে ‘ দাঙ্গা ‘  বন্ধ করা যায় না। যদি দাঙ্গা হওয়ার থাকে তবে যেদিন স্কুল কলেজ খুলবে সেদিনই অশান্তি হবে। 

তসলিমা ভারতীয় মুসলিম মেয়েদের এধরনের ধর্মীয় গোঁড়ামি থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন। লেখিকা বলেছেন, সবার আগে শিক্ষা। সেটাকেই প্রাধান্য দেওয়া দরকার। তসলিমা আরও বলেছেন ভারত এক ধর্মনিরপেক্ষ দেশ। হিন্দুপ্রধান এই দেশটি চাইলেই পাকিস্তান হতে পারত। কিন্তু ভারতীয় সংবিধানে ধর্মের চেয়ে ও ধর্মনিরপেক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। সে কারণেই ভারত হল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ। ভারতীয় আইনে সব ধর্মের মানুষকে সমান অধিকার দেওয়া হয়েছে। এ ধরনের একটি ধর্মনিরপেক্ষ দেশে তাই ছাত্র-ছাত্রীদের জন্য ধর্ম নিরপেক্ষ ড্রেস কোড নির্দিষ্ট করা কোনও অন্যায় নয়। শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্ম কখনওই প্রাধান্য পেতে পারে না। চলতি হিজাব কাণ্ডে তসলিমার এই বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন ওয়াকিবহাল মহল।