Skincare tips: পিগমেন্টেশন আর ত্বকের দাগ থেকে মুক্তি দেবে পুদিনা

ত্বকের প্রয়োজনে অনেক কিছুই ব্যবহার করা হয়ে থাকে ।সেগুলির আদৌ কোন প্রয়োজন আছে কিনা বা সেগুলো ত্বকের পক্ষে ঠিকঠাক কিনা সে বিষয়ে ধারণা আমাদের থাকেনা…

goodbye to pigmentation and blemishes with this pudina or mint toner

ত্বকের প্রয়োজনে অনেক কিছুই ব্যবহার করা হয়ে থাকে ।সেগুলির আদৌ কোন প্রয়োজন আছে কিনা বা সেগুলো ত্বকের পক্ষে ঠিকঠাক কিনা সে বিষয়ে ধারণা আমাদের থাকেনা । পুষ্টির জন্য সারাদিনে এক থেকে দুইবার টোনার লাগানো খুবই জরুরি । তবে সব টোনার কি সকলের পক্ষে উপযুক্ত ? টোনার ত্বকের নির্জীব ভাব দূর করে তাকে ফ্রেশ রাখে ।

Advertisements

সবসময়ই নিজের ত্বকের ধরন অনুযায়ী যেকোন প্রসাধনী ব্যবহার করা উচিত ।আর যদি রূপচর্চায় থেকে থাকে ঘরোয়া রূপটান , তাহলে তো কথাই নেই । মিন্ট টোনার খুব সহজেই বানানো যায় ।আর এর উপকারীতাও প্রচুর ।সবার ত্বক একরকম হয়না ।কারোর ত্বক শুষ্ক , কারোর তৈলাক্ত ।তবে মিন্ট টোনার এই দুই ধরনের ত্বকেই ব্যবহার করা যেতে পারে ।তাহলে জেনে নেওয়া যাক কিভাবে মিন্ট টোনার বাড়িতে বানিয়ে ফেলা যায় ।

বিজ্ঞাপন

উপকরণ – পুদিনাপাতা ও জল
পদ্ধতি –
খুব ভালো করে প্রতিটি পাতা ধুয়ে নিন যাতে ধুলোবালি ও ময়লা লেগে না থাকে ।
দেড় কাপ জলে প্রায় তিন থেকে পাঁচ মিনিট পাতাগুলো ফোটান ।
জলটি ছেঁকে নিন ও পাতাগুলি ফেলে দিন ।
ফ্রিজে রেখে দিন ।

ফ্রিজে রাখতে একদমই ভুলবেন না
পাঁচ দিনের মত সংরক্ষন করবেন । তার বেশী না হওয়াই ভালো ।
যখন খারাপ গন্ধ বেরোতে শুরু করবে তখনই ফেলে দিয়ে নতুন বানিয়ে নিন ।
কিভাবে ব্যবহার করবেন

তুলো দিয়ে আলতো করে লাগিয়ে নিন মুখে । তারপর ময়েশ্চারাইজার লাগাতে ভুলবেন না ।
দিন ও রাত উভয় সময়েই ব্যবহার করা যেতে পারে ।
এই টোনার জৈব প্যারাবেন মুক্ত ও আ্যলকোহল মুক্ত ।তাই এতে কেমিক্যালের পরিমাণ খুব কম ।এর ব্যবহারে ত্বক উজ্জ্বল হবে ও দাগছোপ উঠে যাবে ।অতিরিক্ত সিবাম এবং ব্যাকটেরিয়া দূর করে লোমকূপগুলো পরিস্কার রাখতে এটি বেশ কার্যকরী ।