Belashuru: রিল ছেড়ে রিয়েল লাইফেও দাপাচ্ছে ‘টাপা টিনি’

সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে শিবপ্রসাদ-নন্দিতার ‘বেলাশুরু’ (Belashuru) সিনেমাটি। সিনেমা হল, মাল্টিপ্লেক্সগুলিতে ভিড় জমিয়েছেন মানুষ। ইতিমধ্যেই বক্স অফিস কালেকশনে বিপুল সাফল্য পেয়েছে সিনেমাটি।…

tipa-tini-song belashuru

সকল প্রতীক্ষার অবসান ঘটিয়ে সম্প্রতি মুক্তি পেয়েছে শিবপ্রসাদ-নন্দিতার ‘বেলাশুরু’ (Belashuru) সিনেমাটি। সিনেমা হল, মাল্টিপ্লেক্সগুলিতে ভিড় জমিয়েছেন মানুষ।

ইতিমধ্যেই বক্স অফিস কালেকশনে বিপুল সাফল্য পেয়েছে সিনেমাটি। যদিও এই ছবির প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন সৌমিত্র চট্টোপাধ্যায় ও স্বাতীলেখা সেনগুপ্ত। কিন্তু বর্তমানে তাঁরা কেউই আর ইহলোকে নেই। ফলে ছবির গোটা টিমই এই সিনেমাটি তাঁদের উৎসর্গ করেছেন। এদিকে এই সিনেমাটির টাপা টিনি’ গানটি নিয়ে এখন উন্মাদনা গোটা রাজ্য জুড়ে।

   

tipa-tipi-song belashuru

ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার হাত ধরে ‘টাপা টিনি’ দেশের গণ্ডিও ছাড়িয়েছে। ফেসবুক ও ইনস্টাগ্রামে রিলে ‘টাপা টিনি’ দারুণ হিট। ফেসবুক খুললেই চোখে পড়বে এই গানের রিল।  কার্যত সব বয়সের ছেলে মেয়ে বৌ এই গানের রিল করেছে। সম্প্রতি বিমানবন্দরে বিমান সেবিকাদের এই গানের তালে নাচতে দেখা গিয়েছে। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় যথেষ্ট ভাইরালও হয়েছে।

<

p style=”text-align: justify;”>উল্লেখ্য, শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের ছবি ‘বেলাশুরু’র এই গানটি প্রকাশ্যে এসেছে ৯ এপ্রিল। এই গানটি গেয়েছেন ইমন চক্রবর্তী, উপালী চট্টোপাধ্যায়, খ্যাঁদার।