অনলাইন পরীক্ষার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া বিক্ষোভ

গোটা দেশে কমেছে করোনার দাপট। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জন জীবন। অনলাইনের থেকে বেরিয়ে স্কুল কলেজগুলি অফলাইন শুরু করেছে। যাদবপুর, রবীন্দ্রভারতীর পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ও…

Calcutta University demanding online exams

গোটা দেশে কমেছে করোনার দাপট। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে জন জীবন। অনলাইনের থেকে বেরিয়ে স্কুল কলেজগুলি অফলাইন শুরু করেছে। যাদবপুর, রবীন্দ্রভারতীর পর এবার কলকাতা বিশ্ববিদ্যালয়ও অফলাইন পরীক্ষার পথে হাঁটতে পারে। তবে বাড়িতে বসে অনলাইনে পরীক্ষা (online exam) দেওয়ার দাবিতে পড়ুয়াদের একাংশের বিক্ষোভ দেখালো কলকাতা বিশ্ববিদ্যালয়ের (Calcutta University) কলেজ স্ট্রিট ক্যাম্পাসের সামনে।

পড়ুয়াদের অভিযোগ, দেড় মাস অফলাইনে ক্লাস হয়েছে, অথচ দু’বছর ক্লাস হয়েছে অনলাইনে। তাই আমরা অফলাইনে পরীক্ষা দিতে চাই। অনলাইনে পরীক্ষার দাবিতে বিক্ষোভ দেখানো অধিকাংশ পড়ুয়াদের বক্তব্য এমন।

কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, স্নাতক ও স্নাতকোত্তরে অফলাইন পরীক্ষা নেওয়ার সুপারিশ করেছে আন্ডার গ্র্যাজুয়েট বোর্ডস অফ স্টাডিজ ও পোস্ট গ্র্যাজুয়েট ফ্যাকাল্টি কাউন্সিলস।

সম্প্রতি অনলাইন পরীক্ষার দাবিতে বিক্ষোভ দেখায় রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। একই দাবিতে বিক্ষোভ হয়েছে আলিয়া বিশ্ববিদ্যালয়ে নিউটাউন ও পার্ক সার্কাস ক্যাম্পাসে। অনলাইন বিক্ষোভের জেরে শুক্রবার রাতে পশ্চিম বর্ধমানের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ হয়।