Facial Acne: মুখের ব্রণ কমবে নিমেষে! কিভাবে? জেনে নিন বিস্তারিত

Say Goodbye to Facial Acne: বয়সের কারণে হোক কিংবা শারীরবৃত্তীয় কোনো কারণে মুখে ব্রণ দেখা যায় প্রায় প্রত্যেকেরই । যার ফলে সমস্যায় পড়তে হয় বেশিরভাগকে। অনেকে আবার এই ব্রণ আঙুল দিয়ে চেপে ফাটিয়ে দেন।

Achieve Clearer Skin: Discover Immediate Reduction Techniques for Facial Acne

Say Goodbye to Facial Acne: বয়সের কারণে হোক কিংবা শারীরবৃত্তীয় কোনো কারণে মুখে ব্রণ দেখা যায় প্রায় প্রত্যেকেরই । যার ফলে সমস্যায় পড়তে হয় বেশিরভাগকে। অনেকে আবার এই ব্রণ আঙুল দিয়ে চেপে ফাটিয়ে দেন।

এই ভুল একদমই করবেন না। তা নাহলে মুখে দেখা দেবে অসংখ্য দাগছোপ। হতে পারে আপনার মুখের সৌন্দর্য আগের মত আর থাকলো না! অনেকেই মুখের ব্রণ দূর করতে একাধিক পদ্ধতি অবলম্বন করেন। অ্যালোভেরা জেল থেকে শুরু করে বিভিন্ন ধরনের ক্রিম এবং একাধিক পিম্পল ক্লিয়ার ফেসওয়াশ ব্যবহার করেন অধিকাংশই। তবুও মুখের ব্রণ কমে না। তাহলে কি করবেন? আজ জানবো সেটাই।

মুখে ব্রণ হলে সমস্যার অন্ত থাকে না। ব্রণ থেকে হতে পারে একাধিক দাগছোপ, অ্যাকনে প্রভৃতি। এছাড়াও ব্রণ হলে মুখ ফুলে যায় ও অসহ্য যন্ত্রণা হয়, কাজেই যথেষ্ট ভোগান্তি পোয়াতে হয়। ব্রণ দূর করতে তো অনেক জিনিস ব্যবহার করেছেন।

কখনও রসুন ব্যবহার করেছেন কি, জানেন ব্রণ থেকে বাঁচতে আপনাকে সাহায্য করতে পারে এই রসুন। রসুনের মধ্যে রয়েছে অ্যান্টি ফাঙ্গাল ও আন্টি ইনফ্লেমেটরি উপাদান। যা সঠিক উপায়ে ব্রণ দূর করতে দারুন কাজ করে। সঠিক উপায়ে ব্রণের উপর রসুন লাগালেজ্বালা ভাব থেকে নিস্তার মেলে।

• কিভাবে ব্যবহার করবেন?
একদম সহজ, প্রথমেই দু কোয়া রসুন থেতো করে নিন। এরপর সেই রসুনের সঙ্গে এক চামচ গোলাপ জল মেশান। রসুন এবং গোলাপ জলের এই মিশ্রণটিকে ধীরে ধীরে ব্রণের ওপর লাগান। মিনিট দশেক ধরে মিশ্রণটি লাগিয়ে রাখার পর, ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন। ধীরে ধীরে কমে যাবে ব্রণ। তবে মাথায় রাখতে হবে এই কাজ সপ্তাহে কমপক্ষে দুই থেকে তিন দিন করতে হবে। তবেই আপনি ব্রণ থেকে নিস্তার পেতে পারেন।