
রাষ্ট্রদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগে সৌদি আরবে (Saudi Arabia) দশ বিচারক মৃত্যুদণ্ডের সাজা পেয়েছেন। যে কোনও দিন তাদের ফাঁসি হতে পারে। ফাঁসির সাজাপ্রাপ্ত এই বিচারকদের বিরুদ্ধে আরও অভিযোগ, এরা মানবাধিকার ও নারী অধিকার কর্মীদের প্রতি নরম মনোভাব দেখিয়েছেন।
এই ১০ জনের মধ্যে ৬ জনই রিয়াধের বিশেষায়িত ফৌজদারি আদালতের বিচারক। বাকি চারজন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি। ২০২২ সালে সৌদি রাষ্ট্রীয় নিরাপত্তা সংস্থা তাদের গ্রেফতার করেছিল। তারা জেলে আছেন।
বিবিসির খবর, মৃত্যুদণ্ডের সাজাপ্রাপ্ত বিচারকদের একজন আল লুহাইদান। ২০২০ সালে তিনি বিশিষ্ট নারী অধিকার কর্মী লুজাইন-আল-হাথলাউলকে তার আদালতে উপস্থাপনের ২ মাসের মধ্যে মুক্তি দেন। এর আগে সৌদি আদালত লুজাইনকে ৬ বছরের কারাদণ্ড দিয়েছিলেন। কিন্তু মামলাটি লুহাইদানের আদালতে যাওয়ার পর তিনি লুজাইনের সাজা কমিয়ে মাত্র ২ বছর ১০ মাস করেন।
বিচারকদের এভাবে অভিযুক্ত করা এবং তাদের শাস্তির মুখোমুখি করা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত বলে অভিযোগ।










