ব্রিটিশ ঔপন্যাসিক সলমন রুশদিকে প্রকাশ্যে খুনের চেষ্টা

ব্রিটিশ ঔপন্যাসিক সলমন রুশদিকে প্রকাশ্যে খুনের চেষ্টা। নিউ ইয়র্কে লেকচার মঞ্চে লেখক রুশদির ওপর এই হামলার ঘটনা ঘটেছে। দি স্যাটানিক ভার্সেস’  বই লেখার কারণে ইরান…

ব্রিটিশ ঔপন্যাসিক সলমন রুশদিকে প্রকাশ্যে খুনের চেষ্টা। নিউ ইয়র্কে লেকচার মঞ্চে লেখক রুশদির ওপর এই হামলার ঘটনা ঘটেছে।

দি স্যাটানিক ভার্সেস’  বই লেখার কারণে ইরান সরকারের সুপ্রিমো আয়াতোল্লাহ খোমেনি ফতোয়া জারি করেছিলেন রুশদির বিরুদ্ধে। বিতর্কিত লেখক রুশদিকে তার পর থেকে বারবার হুমকির মুখে পড়তে হয়েছে।

বিবিসি জানাচ্ছে, নিউইয়র্কের চৌতাকুয়া ইনস্টিটিউশনের এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন  বুকার পুরস্কার জয়ী রুশদি। এক ব্যক্তি মঞ্চে উঠে ছুরি মারে।

একটি ভিডিওতে দেখা গেছে, দ্রুত মঞ্চের দিকে ছুটতে শুরু করেন অনুষ্ঠিত উপস্থিত অনেকেই। হামলাকারীকে আটকে রাখা হয়েছে। এই ঘটনার জেরে আন্তর্জাতিক মহলে তীব্র আলোড়ন পড়েছে। ঘটনার তদন্তে নেমেছে নিউইয়র্কের পুলিশ। মার্কিন যুক্তরাষ্ট্রেই এমন হামলার পর বাইডেন প্রশাসন বিড়ম্বিত।

দ্য স্যাটানিক ভার্সেস লেখার কারণে বহু বছর ধরেই হত্যার হুমকি পাচিছেন ভারতীয় বংশোদ্ভূত লেখক রুশদি। এই বইটিকে বহু মুসলিম ধর্ম অবমাননাকারী বলে মনে করেন। বিতর্কিত বইটি ১৯৮৮ সালে ইরান সরকার নিষিদ্ধ করে।