ATK Mohun Bagan : মোহনবাগান মাঠে জমে উঠবে ১৪ তারিখ রবিবারের সন্ধ্যা

প্রাক মরসুম প্রস্তুতি ম্যাচ। মুখোমুখি দুই হেভিওয়েট দল। জমে উঠতে চলেছে আগামী রবিবারের সন্ধ্যা। কলকাতায় রয়েছে চেন্নাইয়িন ফুটবল ক্লাব। একের পর এক প্রস্তুতি ম্যাচ খেলেছে…

ATK Mohun Bagan vs cfc practice match

প্রাক মরসুম প্রস্তুতি ম্যাচ। মুখোমুখি দুই হেভিওয়েট দল। জমে উঠতে চলেছে আগামী রবিবারের সন্ধ্যা। কলকাতায় রয়েছে চেন্নাইয়িন ফুটবল ক্লাব। একের পর এক প্রস্তুতি ম্যাচ খেলেছে তারা। ১ ৪ আগস্ট রবিবারের ম্যাচ এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) বনাম চেন্নাইয়িন এফসি। মোহনবাগানের মাঠে খেলা। সন্ধ্যা ৬ টায় বাজবে ম্যাচের প্রথম বাঁশি।

দুই দলই শেষ প্রস্তুতি ম্যাচে মহামেডান স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয়েছিল। এটিকে মোহন বাগান জিতেছিল, হেরেছিল চেন্নাইয়িন। ম্যাচের ফল যাই হোক না কেন, দুই দলকেই কড়া টক্কর দিয়েছিল মহামেডান।

   

দক্ষিণ ভারতীয় এই দলে এবার একাধিক বাঙালি ফুটবলার। প্রস্তুতি ম্যাচে খেলছেন সজল বাগ, মনোতোষ চাকলাদাররা। এটিকে মোহন বাগানের বিরুদ্ধে চেন্নাইয়ের দলটি কাদের মাঠে নামায সেদিকে ফুটবল প্রেমীদের চোখ থাকবে। অন্য দিকে বাগান কোচ চাইবেন আরও জমাটি ফুটবল। গত প্রস্তুতি ম্যাচে জনি কাউকো দলের ত্রাতা হয়ে উঠেছিলেন।

নতুন মরসুমে দল নামানোর আগে কলকাতায় চেন্নাইয়িন ফুটবল ক্লাব। ভারতের অন্য কোনো রাজ্যের বা শহরের বদলে তিলোত্তমাকে বেছে নিয়েছে তারা। অন্য দিকে কলকাতা ফুটবল লিগ শুরু হওয়ার আগে কলকাতার একাধিক দল অনুশীলন করছে শহরের বাইরে। বিষয়টি নিশ্চই ফুটবল মহলের অনেকের নজরে পড়বে।