Nupur Sharma: নূপুরকে হত্যার দায়িত্ব পাওয়া জইশ জঙ্গি গ্রেফতার

জঙ্গি দমনে বড় সাফল্য পেল উত্তরপ্রদেশের পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার উত্তর প্রদেশের সাহারানপুর থেকে জঙ্গি গোষ্ঠী জইশ ই মহম্মদের এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ…

জঙ্গি দমনে বড় সাফল্য পেল উত্তরপ্রদেশের পুলিশ। জানা গিয়েছে, শুক্রবার উত্তর প্রদেশের সাহারানপুর থেকে জঙ্গি গোষ্ঠী জইশ ই মহম্মদের এক জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ জানিয়েছে যে তাঁকে বিজেপি নেত্রী নূপুর শর্মাকে খুনের দায়ভার দেওয়া হয়েছিল।

পুলিশ জানিয়েছে, সাহারানপুরের গাঙ্গোহ গ্রামের বাসিন্দা ওই জঙ্গির নাম মহম্মদ নাদিম। ২৫ বছর বয়সী এই যুবক স্বীকার করেছেন যে, নূপুর শর্মাকে হত্যা করার জন্য তাকে পাকিস্তানের জইশ-এর এক জঙ্গি দায়িত্ব দিয়েছিল। এই ঘটনায় ওই ধৃত জঙ্গি তার ভারতীয় সহযোগীদের নামও উল্লেখ করেছে এবং তদন্ত চলছে বলে জানিয়েছে পুলিশ।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400

পুলিশ সূত্রে খবর, নাদিম অস্ত্র প্রশিক্ষণের জন্য পাকিস্তান যাওয়ার জন্য প্রস্তুত ছিল। কিন্তু তার আগেই নাদিমকে পাকড়াও করা হয় বলে জানা গিয়েছে। নাদিমের ফোন রেকর্ডও খতিয়ে দেখছে পুলিশ।

তার ফোন রেকর্ডগুলিতে ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বা আইইডি কীভাবে তৈরি করা যায় সে সম্পর্কে একটি সম্পূর্ণ কোর্সও শেখানো হয়েছে বলে জানতে পেরেছে পুলিশ।

এছাড়াও, মহম্মদ নাদিমের ফোন থেকে জইশ এবং তেহরিক-ই-তালিবানের সঙ্গে চ্যাট এবং ভয়েস মেসেজ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, নাদিম হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক ম্যাসেঞ্জার, ক্লাব হাউস এবং অন্যান্য সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জঙ্গি গোষ্ঠীগুলির সাথে যোগাযোগ রাখছিলেন।

নবী সম্পর্কে তাঁর মন্তব্যের পর নূপুর শর্মাকে বিজেপির মুখপাত্র-এর পদ থেকে বরখাস্ত করা হয়েছিল। নূপুরের বক্তব্যকে ঘিরে গোটা ভারতে ব্যাপক বিক্ষোভ শুরু হয়েছিল ।