Queen Elizabeth: এলিজাবেথের কফিনবন্দি দেহ নিয়ে শোকযাত্রা, চলছে রাজ্যাভিষেক প্রস্তুতিও

Queen Elizabeth coffin

ব্রিটেনের প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth) কফিনবন্দি দেহ নিয়ে শোকযাত্রা চলছে। স্কটল্যান্ডের বালমোরাল ক্যাসেল থেকে রানির কফিন এসে পৌঁছাল এডিনবার্গে৷ হাজারো মানুষ শামিল হলেন রানিকে বিদায় জানাতে। ১৯ সেপ্টেম্বর লন্ডনে শেষকৃত্য সম্পন্ন হবে রাষ্ট্রীয় মর্যাদায়।

Advertisements

সোমবার এডিনবার্গে হলিরুড হাউস ক্যাসেলে রাখা হবে রানির মরদেহ৷ এরপর দ্বিতীয় এলিজাবেথের দেহ যাতে সেন্ট গিলস ক্যাথিড্রালে নিয়ে যাওয়া হবে মরদেহ৷ সোমবার সেখানে থাকবেন পুত্র তথা হবু রাজা তৃতীয় চার্লস৷ সেখান থেকে রানি দেহ নিয়ে যাওয়া হবে সোজা লন্ডনে। দেশ ও বিদেশ থেকে আগত প্রত্যেক মানুষ রানিকে শ্রদ্ধা জানাতে উপস্থিত থাকবেন৷ উপস্থিত থাকবেন একাধিক দেশের রাষ্ট্রনেতারা৷

   
Advertisements

দীর্ঘ ৭০ বছর ধরে সিংহাসনে বসে বর্ণময় ভূমিকা পালন করেছে৷ রানি দ্বিতীয় এলিজাবেথ। গত কয়েকমাস ধরেই শারীরিক অবনতি হচ্ছিল রানি দ্বিতীয় এলিজাবেথের৷ গত বৃহস্পতিবার বালমোরাল ক্যাসেলে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি৷ সেখান থেকে ৬ ঘন্টার পথ অতিক্রম করে নিয়ে আসা হয়েছে রানির মরদেহ৷ যাত্রাপথে শোকাতুর তাঁর অনুরাগীরা৷ মৃত্যুকালে রানি তার বয়স হয়েছিল ৯৬ বছর৷ তার সুদীর্ঘ বৈচিত্র্যময় রাজ্যকালে একাধিক দেশ পরিচালিত হয়েছিল রানির অধীনে। ১৯৪৭ সালে তিনি গ্রিক ও ডেনমার্কের প্রাক্তন রাজপুত্র ডিউক অফ এডিনবরা ফিলিপকে বিয়ে করেন এলিজাবেথ আলেকজান্ড্রা মেরি। তার প্রয়াণে রাজপাট সামলাবেন চার্লস।