Rahul Gandhi: ‘লার্নিং টু লিসন ইন দ্যা ২১ সেঞ্চুরি’- শীর্ষক আলোচনায় ক্রেমব্রিজে রাহুল

এক সপ্তাহের সফরে মঙ্গলবার ব্রিটেনে পৌঁছেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেখানে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন এবং ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন।

Rahul Gandhi arrives in Britain

এক সপ্তাহের সফরে মঙ্গলবার ব্রিটেনে পৌঁছেছেন প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী (Rahul Gandhi)। সেখানে তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন এবং ভারতীয় প্রবাসী সম্প্রদায়ের সঙ্গে মতবিনিময় করবেন। কেমব্রিজ জাজ বিজনেস স্কুলে (কেমব্রিজ জেবিএস) ভিজিটিং ফেলো গান্ধী বিশ্ববিদ্যালয়ে ‘‘লার্নিং টু লিসন ইন দ্যা ২১ সেঞ্চুরি’’ (learning to listen in the 21st century) বিষয়ে একটি বক্তৃতা দেবেন।

মঙ্গলবার কেমব্রিজ জেবিএস টুইট করেছে, “আমাদের কেমব্রিজ এমবিএ প্রোগ্রাম ভারতের প্রধান বিরোধী নেতা এবং ভারতীয় জাতীয় কংগ্রেসের সাংসদ রাহুল গান্ধীকে স্বাগত জানাতে পেরে আনন্দিত৷ এতে বলা হয়েছে যে তিনি আজ কেমব্রিজ জেবিএস-এর ভিজিটিং ফেলো হিসেবে ‘‘লার্নিং টু লিসন ইন দ্যা ২১ সেঞ্চুরি’’ বিষয়ে বক্তৃতা দেবেন।

বক্তৃতা দিতে আগ্রহী: রাহুল
একইসঙ্গে রাহুল গান্ধীও টুইট করেছেন যে আমি কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে সেখানে বক্তৃতা দেওয়ার অপেক্ষায় আছি। আমি সেখানে বিজনেস স্কুলের শিক্ষার্থীদের উদ্দেশ্যেও বক্তব্য দেব। এ সময় আমি মেধাবী শিক্ষার্থীদের সঙ্গে ভূ-রাজনীতি, আন্তর্জাতিক সম্পর্ক, তথ্য ও গণতন্ত্রসহ অনেক বিষয়ে কথা বলব।