নারী শিক্ষায় তালিবানি নিষেধাজ্ঞা, ‘ক্ষুব্ধ’ সৌদি-কাতার কি সমর্থন তুলবে?

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: বিশ্বকাপ আসর শেষ। তাতে কী! মধ্যপ্রাচ্য সবসময় খবরের কেন্দ্রে। সেই রেশ ধরে এবার আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের (Taliban) নারী শিক্ষা (Woman…

সুজানা ইব্রাহিম মোহনা, দোহা: বিশ্বকাপ আসর শেষ। তাতে কী! মধ্যপ্রাচ্য সবসময় খবরের কেন্দ্রে। সেই রেশ ধরে এবার আফগানিস্তানের ক্ষমতায় থাকা তালিবানদের (Taliban) নারী শিক্ষা (Woman Education) নিষেধাজ্ঞার ফতোয়া ঘিরে পুরো আরব দুনিয়া সরগরম। কাতার (Qatar) ও সৌদি আরব (Saudi Arabia) একযোগে তালিবানি ফতোয়ার বিরুদ্ধে সরব হয়েছে।

বিবিসি ও কাতার ট্রিবিউন জানাচ্ছে, আফগানিস্তানের বিশ্ববিদ্যালয়ে নারীদের নিষিদ্ধ করেছে তালিবান সরকার। নিষেধাজ্ঞা শোনার পরই হতাশায় ভেঙে পড়েছেন আফগান নারীরা।

https://video.incrementxserv.com/vast?vzId=IXV533296VEH1EC0&cb=100&pageurl=https://kolkata24x7.in&width=300&height=400
  • তালিবান ভূমিকায় ক্ষুব্ধ সৌদি আরব ও কাতার। ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে, এবার কি দুই দেশ তালিবান সরকারের উপর থেকে সমর্থন তুলবে?
  • আরব দুনিয়া সহ একের পর ইসলামিক রাষ্ট্রের তরফে তালিবান ফতোয়ার বিরোধিতা করা হচ্ছে।
  • তাৎপর্যপূর্ণ, কাতারের রাজধানী দোহা শহরেই আছে তালিবান সংগঠনটির কার্যালয়! এখানেই তালিবান নেতাদের সাথে বারবার বৈঠক করেছে মার্কিন যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ।

কাতার সরকারের সরাসরি সমর্থন তালিবানদের দিকে। দোহা থেকেই দ্বিতীয় দফায় আফগানিস্তানে তাদের ক্ষমতা দখলের নীল নকশা প্রস্তুত হয়েছিল। তারপর আমেরিকান সেনার হাত গুটিয়ে নেওয়া ও তালিবান দখলে দ্বিতীয়বার চলে গেছে আফগানিস্তান।

তালিবান সরকারের নারী শিক্ষা বিরোধী পদক্ষেপের পরই প্রতিক্রিয়া দিল দোহা। কাতারের বিদেশ মন্ত্রকের বার্তা নারী শিক্ষা সংক্রান্ত নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার করুক তালিবান সরকার। কাতার উদ্বিগ্ন বলেও জানানো হয়েছে।

আফগানিস্তানে নারীদের উচ্চশিক্ষা নিষিদ্ধ করার সিদ্ধান্ত থেকে তালিবান সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছে সৌদি আরব। রিয়াধের যুক্তি, রক্ষণশীল দেশ হলেও সৌদি আরব যখন নারী শিক্ষায় কোনও কার্পণ্য করছে না তখন কোন যুক্তিতে আফগানিস্তানের তালিবান সরকার জারি করছে ফতোয়া।

দ্বিতীয়বার তালিবান দখলে আফগানিস্তানের ক্ষমতা যেতেই প্রশ্ন উঠেছিল ফের সে দেশে শরিয়া আইন চালু হবে? প্রাথমিকভাবে নরম মনোভাব দেখানোর বার্তা দেয় তালিবান। তবে আফগান নারীদের উপর জারি করা হয় বিভিন্ন বিধিনিষেধ। এবার আরও কড়া হয়ে তালিবান সরকার আফগান নারীদের জন্য উচ্চশিক্ষা নিষিদ্ধ করেছে।