আদালতের নির্দেশে ৯৫২ জনের ওএমআর শিট প্রকাশ করল এসএসসি

২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (SSC ) নবম ও দশম শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতি নজরে এসেছিল কলকাতা হাইকোর্টের। তাই স্কুল সার্ভিস কমিশনকে ওএমআর…

SSC published the OMR sheet of 952 people on the order of the court

২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের (SSC ) নবম ও দশম শ্রেণীর নিয়োগের ক্ষেত্রে পাহাড় প্রমাণ দুর্নীতি নজরে এসেছিল কলকাতা হাইকোর্টের। তাই স্কুল সার্ভিস কমিশনকে ওএমআর শিট প্রকাশের নির্দেশ দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়৷ আদালতের সেই নির্দেশ মেনে বুধবার ৯৫২ জনের ওএমআর শিট প্রকাশ করল কমিশন৷

এর আগে আদালতের নির্দেশে ১৮৩ জনের ওএম লার শিট প্রকাশ করেছিল কমিশন। এরপর আরও ৪০ জনের ওএমআর শিট প্রকাশ করা হয়েছিল। এবার ৯৫২ জনের ওএমআর শিট প্রকাশ করা হল। তবে আগের মতো সহজে ওএমআর শিট হাতে পাওয়া যাবে না৷ ওএমআর শিট একমাত্র নাম ও প্রয়োজনীয় তথ্য দিয়েই জানতে পারবে চাকরি প্রার্থীরা।

২০১৬ সালে নবম ও দশম শ্রেনীর শিক্ষক পদে ১৩,৭০০ নিয়োগ হয়েছিল৷ কিন্তু নিয়োগের ক্ষেত্রে চুড়ান্ত বেনিয়মের অভিযোগ তুলেছিল চাকরি প্রার্থীরা। অভিযোগ, টাকার বিনিময়ে প্রভাব খাটিয়ে,কারসাজি করে চাকরি পেয়েছেন অনেকেই। অথচ যারা যোগ্য তাঁদের বঞ্চিত করা হচ্ছে। এই অভিযোগ, সামনে আসতেই সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেখানে নিয়োগ নিয়ে প্রশ্ন উঠতেই চাকরি প্রার্থীদের ওএমআর শিট কমিশনের ওয়েবসাইটে প্রকাশের নির্দেশ দেয় আদালত।

প্রসঙ্গত, স্কুল সার্ভিস কমিশনের নিয়োগ দুর্নীতি মামলায় এই মুহুর্তে জেলে রয়েছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সহ কমিশনের একাধিক আধিকারিক। মূল অভিযুক্তদের তালিকায় রয়েছেন কমিশনের প্রাক্তন প্রাক্তন চেয়ারম্যান সুবীরেশ ভট্টাচার্য। তাঁর জামিনের আবেদন খারিজ হয়েছে বুধবারই। অন্যদিকে, সুবীরেশের সঙ্গে কর্মরত ৪ আধিকারিক এবং দুই পূর্বসূরিদের তলব করেছে সিবিআই। পর্ষদ প্রকাশিত ওএমআর শিটে গাফিলতি ধরা পড়লেই আরও বড় পদক্ষেপ নিতে পারে আদালত। এমনটাই মনে করছে ওয়াকিবহাল মহল।