Covid Politics: চিনে ফের করোনা বিস্ফোরণ? তীব্র আতঙ্কে লন্ডনে জিনপিং বিরোধী প্রচার

চিনের (China) অভ্যন্তরে করোনা (Coronavirus) সংক্রমণের আসল পরিসংখ্যান দেশটির সরকার গোপন করছে বলেই অভিযোগ। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ওয়ার্লডোমিটার বলছে, গত ৪৮ ঘণ্টায়…

চিনের (China) অভ্যন্তরে করোনা (Coronavirus) সংক্রমণের আসল পরিসংখ্যান দেশটির সরকার গোপন করছে বলেই অভিযোগ। তবে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) এবং ওয়ার্লডোমিটার বলছে, গত ৪৮ ঘণ্টায় তীব্র গতিতে করোনা ছড়িয়েছে চিনে। একইভাবে সংক্রমণ গতি তীব্র জাপানেও। এই পরিস্থিতিতে তীব্র আতঙ্কে পুরো বিশ্ব। ইউরোপের একাধিক দেশে ফের করোনাভীতি তুঙ্গে। লন্ডনে থাকা চিনা নাগরিকদের একাংশ তাদের দেশের সরকারের প্রতি ক্ষোভে ফেটে পড়লেন। (Covid Politics)

বিশেষ সূত্র থেকে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকায় চিনাদের প্রতিবাদ বার্তার ছবি Kolkata 24×7 পেয়েছে। তাতে দেখা যাচ্ছে, প্রতিবাদীরা তাদের পোস্টারে চিন সরকারের প্রতি ক্ষোভ দেখিয়েছেন। এই পোস্টারে চিনের প্রেসিডেন্ট পদে থাকা শি জিনপিংয়ের বিরুদ্ধে ক্ষোভ দেখানো হয়েছে।


চিন সরকার করোনা প্রতিরোধ ‘জিরো কোভিড’ নীতি চালু রেখেছিল। কিছু এলাকার জনগণের ক্ষোভের মুখে সেই নিয়ম তুলে নিতেই নতুন করে করোনা ছড়ায়।

চিনের দৈনিক করোনা মৃত্যু পাঁচ হাজার ছাড়িয়েছে বলে বিভিন্ন গণমাধ্যমের খবর। যদিও চিনা প্রশাসনের দেওয়া হিসেব বলছে এই তথ্য সঠিক নয়।

চিনের করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ে বিবিসি সহ বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে উঠে এসেছে উদ্বেগজনক তথ্য। সর্বশেষ কিছু তথ্য চিন থেকে ফাঁস হয়েছে বলেই দাবি করা হয়। চিনা স্বাস্থ্য মন্ত্রকের সেই তথ্যে বলা হয়েছে, গত ২০দিনে ২৫ কোটি চিনা করোনায় আক্রান্ত হয়েছেন।