HomeUncategorizedUkraine War: চেরনোবিল বিপর্যয়ের মতো ভয় বিশ্বে, পুতিন বলছেন পুরো ইউক্রেন নেব

Ukraine War: চেরনোবিল বিপর্যয়ের মতো ভয় বিশ্বে, পুতিন বলছেন পুরো ইউক্রেন নেব

- Advertisement -

পুরো ইউক্রেন দখল করে নেওয়ার হুমকি দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেন যুদ্ধের (Ukraine War) আট দিনের মাথায় বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোনের সঙ্গে ফোনে কথা বলার সময় এমন হুমকি দেন রুশ প্রেসিডেন্ট পুতিন।

পরে ইমানুয়েল ম্যাক্রন প্যারিসে সংবাদ মাধ্যমে সাক্ষাতকারে বলেন, সামনে আরও খারাপ সময় আসছে। তিনি বলেন, আলোচনার সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন হুমকি দেন, শর্ত না মানলে তিনি পুরো ইউক্রেন দখল করবেন।

   

ফ্রান্সের প্রেসিডেন্টের সঙ্গে আলোচনার পরেই ইউক্রেনের তথা ইউরোপের বৃহত্তম পারমানবিক বিদ্যুত কেন্দ্রে হামলা করেছে রাশিয়া। পুরো বিশ্ব শিহরিত।

বিবিসি জানাচ্ছে, ইউক্রেনের জাপোরিঝজিয়া পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে রাশিয়ার হামলার ফলে দেখা দিয়েছে পারমাণবিক বিপর্যয়। কেন্দ্রের একক পাওয়ার সিস্টেম থেকে তৃতীয় পাওয়ার ইউনিট সংযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছে। শুধুমাত্র একটি ইউনিট কাজ করছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে কথা বলেছে মার্কিন রাষ্ট্রপতি জো বাইডেন। ইউক্রেন সরকারের তরফে জানানো হয়েছে, পারমাণবিক নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে। পারমাণবিক নিরাপত্তা বলয় ভেঙে গিয়েছে। অবস্থা সংকটজনক। যতটা সম্ভব তাড়াতাড়ি সব ঠিক করার চেষ্টা চালানো হচ্ছে। পারমাণবিক চুল্লিগুলির অবস্থা বিপদজনক।

পরমাণু বিশেষজ্ঞদের আশঙ্কা, যদি আগুন আয়ত্বে না আনা যায় তাহলে আরও একটা চেরনোবিল পরমাণু বিপর্যয়ের মতো পরিস্থিতি হতে পারে। আশির দশকে ততকালীন সোভিয়েত ইউনিয়নের চেরনোবিল বিস্ফোরণ বিশ্বে অন্যতম পরমাণু বিপর্যয় বলে চিহ্নিত হয়ে আছে। চেরনোবিল ইউক্রেনের অংশ। সেটি এখন রুশ সেনার দখলে।

- Advertisement -
এই সংক্রান্ত আরও খবর
- Advertisment -

Most Popular