Ukraine War: যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে গুলিবিদ্ধ আরও এক ভারতীয় ছাত্র

ফের ইউক্রেনে (Ukraine) আক্রান্ত হলেন এক ভারতীয় পড়ুয়া। গুলিবিদ্ধ অবস্থায় ভরতি করা হল হাসপাতালে। ইউক্রেনে রুশ আগ্রাসনের মধ্যে এক ভারতীয় ছাত্রের প্রাণ হারানোর কয়েক দিন…

ফের ইউক্রেনে (Ukraine) আক্রান্ত হলেন এক ভারতীয় পড়ুয়া। গুলিবিদ্ধ অবস্থায় ভরতি করা হল হাসপাতালে। ইউক্রেনে রুশ আগ্রাসনের মধ্যে এক ভারতীয় ছাত্রের প্রাণ হারানোর কয়েক দিন পর, কিয়েভে গুলিবিদ্ধ হয়ে আরেকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী ভিকে সিং (VK Singh)।

ভিকে সিং জানান, “কিয়েভের এক পড়ুয়াকেকে গুলি করা হয়েছে বলে জানা গেছে এবং তাকে তৎক্ষণাৎ কিয়েভের হাসপাতালে ভর্তি করা হয়েছে। কিয়েভের ভারতীয় দূতাবাস ইতিমধ্যে ইউক্রেনে বসবাসরত ভারতীয়দের যুদ্ধবিধ্বস্ত দেশটি খালি করার পরামর্শ দিয়েছে। যুদ্ধ হলে বন্দুকের বুলেট কারো ধর্ম ও জাতীয়তার দিকে তাকায় না।”


উল্লেখ্য, ভিকে সিং সেই চারজন কেন্দ্রীয় মন্ত্রীর মধ্যে রয়েছেন যারা এই সপ্তাহের শুরুতে ইউক্রেনে আটকে থাকা ভারতীয়দের তদারকি করার জন্য পূর্ব ইউরোপ ভ্রমণ করেছিলেন। তিনি ছাড়াও বিশেষ দূত হয়ে গিয়েছেন হরদীপ সিং পুরী, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া এবং কিরেন রিজিজু। তাঁরা বর্তমানে ইউক্রেন সংলগ্ন দেশগুলিতে যুদ্ধবিধ্বস্ত দেশে আটকে থাকা ভারতীয় নাগরিকদের সরিয়ে নেওয়ার কাজ করছেন।