Weather: পশ্চিমী ঝঞ্ঝা ও নিম্নচাপের জোড়া ফলা, ফের বৃষ্টির পূর্বাভাস

শীতের শুরু থেকেই প্রায়ই বৃষ্টিমুখর দিন দেখছে রাজ্যবাসী। দিন কয়েক আগেই বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে। এবার ফের রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর। হাওয়া…

Rain in Bengal

শীতের শুরু থেকেই প্রায়ই বৃষ্টিমুখর দিন দেখছে রাজ্যবাসী। দিন কয়েক আগেই বৃষ্টি হয়েছে পশ্চিমবঙ্গে। এবার ফের রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দফতর।

হাওয়া অফিসের তরফে জানানো হয়েছে, পশ্চিমী ঝঞ্ঝার কারণেই হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে রাজ্যের একাধিক জেলায়। তবে তার আগে কোনও বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী কয়েকদিন আকাশ থাকবে পরিষ্কার। আজ কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩১.৫ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১.১ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ। ন্যূনতম ৪১ শতাংশ।

আগামী কয়েকদিন উত্তরবঙ্গের দার্জিলিং,কালিম্পং সহ পার্বত্য এলাকায় রয়েছে বৃষ্টির সম্ভাবনা। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলায় বৃষ্টি হবে না।

শনিবার রাজ্যে আসছে পশ্চিমী ঝঞ্ঝা। বর্তমানে সেটি রয়েছে উত্তর-পশ্চিম ভারতে। এর পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে তৈরি হয়েছে একটি গভীর নিম্নচাপ। সেটিও ক্রমশ এগোচ্ছে। এই দুইয়ের মিলিত প্রভাবে রবি এবং সোমবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যের বেশ কয়েকটি জেলায়।