অন্তঃসত্ত্বা পুরুষ, ঠোঁট কামড়ানো! ইমোজি বিতর্কে জড়াল জনপ্রিয় মোবাইল সংস্থা

আজকের এই প্রযুক্তি-নির্ভর দুনিয়ায় ইমোজি আমাদের জীবনের সঙ্গে মিশে গিয়েছে। আমাদের মান-অভিমান, হাসি-কান্না, রাগ, খুনসুটি, ভালবাসা, দুঃখ – মনের ভাগ প্রকাশে আমরা আজ আর লিখি…

emoji

আজকের এই প্রযুক্তি-নির্ভর দুনিয়ায় ইমোজি আমাদের জীবনের সঙ্গে মিশে গিয়েছে। আমাদের মান-অভিমান, হাসি-কান্না, রাগ, খুনসুটি, ভালবাসা, দুঃখ – মনের ভাগ প্রকাশে আমরা আজ আর লিখি না, জাস্ট একটা ইমোজি পাঠিয়ে দিই। কিন্তু কিছু কিছু সময় আবার সেই ইমোজি বিতর্কও বাঁধিয়ে ফেলে। ঠিক যেমনটা হল অ্যাপল আইফোনের ক্ষেত্রে।

আইফোন ব্যবহারকারীরা শীঘ্রই আইওএস ১৫.৪ (iOS 15.4) আপডেট পেতে চলেছেন। গত বৃহস্পতিবারই এই আপডেট রিলিজ় করা হয়েছে যা একটি ভলান্টিয়ারি আপডেট। অর্থাৎ ইউজাররা চাইলে তবেই আপডেটটি করতে পারেন। আর সেই আপডেটের পর কিছু নতুন ইমোজিও পেয়ে যাবেন ইউজাররা। সেই তালিকায় রয়েছে একটি অন্তঃসত্ত্বা পুরুষের ইমোজি, যা নিয়ে তীব্র বিতর্ক দানা বেঁধেছে। মার্কিন যুক্তরাষ্ট্রের বহু মানুষ এই ইমোজিরই ঘোরতর বিরোধিতা করেছেন। ট্যুইটারেও ক্ষোভ উগরে দিয়েছেন অনেকে। সেই সঙ্গে আবার অনেকে তা নিয়ে হাসিখোরাকিও করেছেন।

   

তবে শুধু যে অন্তঃসত্ত্বা পুরুষের ইমোজি নিয়ে বিতর্ক হয়েছে এমনটা নয়। আইওএস ১৫.৪ আপডেটে মোট ৩৭টি ইমোজি যোগ করেছে অ্যাপল। এই ৩৭টি ইমোজির মধ্যে রয়েছে একটি ঠোঁট কামড়ানোর ইমোজিও, যা নিয়ে ট্যুইটারে অনেকেই বলেছেন, “খুবই নোংরা এবং নিম্নরুচির একটি ইমোজি।” যদিও অ্যাপল এর আগেও ইমোজি নিয়ে বিতর্কে জড়িয়েছিল, তবে আবারও রক্ষণশীল সমালোচকরা ইমোজি নির্মাতাদের কাঠগড়ায় তুলল আরও একবার।