অর্জুন গড়ে বিজেপির ভাঙন শুরু, দলছুটদের নিয়ে তৃণমূলেও ক্ষোভ

বিধানসভা ভোটের পর যেসব বিজেপি কর্মী নতুন করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাদের নিয়ে বেসামাল শাসক দল। এবার ভাটপাড়া হুড়মুড়িয়ে ভাঙছে বিজেপি। এই দলছুটরা টিএমসিতে…

arjun-sing

বিধানসভা ভোটের পর যেসব বিজেপি কর্মী নতুন করে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছেন তাদের নিয়ে বেসামাল শাসক দল। এবার ভাটপাড়া হুড়মুড়িয়ে ভাঙছে বিজেপি। এই দলছুটরা টিএমসিতে যোগ দিতেই ক্ষোভ তুঙ্গে।

বিজেপি থেকে আসা সেই সব কর্মীদের তৃণমূল প্রার্থী করায় উত্তর ২৪ পরগনার ভাটপাড়ায় বিক্ষোভ নিচুতলার তৃণমূল কর্মীদের। মঙ্গলবার সকালে ভাটপাড়ার ১০ ও ১৫ নম্বর ওয়ার্ডের সংযোগস্থলে সুনদিয়া পাড়ায় দলীয় কার্যালয়ের সামনে দীর্ঘক্ষণ বিক্ষোভ দেখাল তৃণমূল কর্মীরা।

   

বিধানসভা ভোটের পর যেসব বিজেপি কর্মী নতুন করে তৃণমূলের আবার যোগদান করেছেন, তাদের প্রার্থী করা যাবে না এই দাবি তুলে বিক্ষোভ চলে। ভাটপাড়া দশ নম্বর ওয়ার্ডের সুনদিয়া পাড়া তৃণমূল পার্টি অফিসের সামনে বিক্ষোভে সামাল দিতে দলীয় নেতারা হাল ছেড়ে দেন।

বিক্ষোভকারীদের বক্তব্য যারা নতুন করে তৃণমূলে যোগদান করেছে তাদের মধ্যে অনেকেই এবারে পৌরভোটে প্রার্থী তালিকায় নাম আছে। এইসব কর্মীরা কখনোই প্রার্থী হওয়ার যোগ্য নয়, যদি এই ধরনের কোন প্রার্থী হয় তবে এর থেকে বড় আন্দোলন শুরু করবে তারা। বিক্ষোভকারীদের দাবি, দলে পুরাতন অনেক ভালো কর্মী আছেন, তাদের প্রার্থী করা হোক।

লোকসভা ভোটের আগে টিএমসি ত্যাগ করে বিজেপিতে যান অর্জুন সিং। তার পর থেকে ব্যারাকপুর জুড়ে দুই দলের সংঘর্ষ চলছে। এবার ভাটপাড়ায় খাস অর্জুন গড়েই বিজেপির ভাঙন শুরু হলো।