CBI নজরে ‘M’! ৪০০০ কোটি টাকার প্রতারকের ঘাঁটি বাংলা

Politician named 'M' under CBI's eye

সিবিআই (CBI) নজরে এক ‘M’ ! তার বিরুদ্ধেই বৃহত্তম আর্থিক তছরুপ, সারদা-নারদ কেলেঙ্কারির একগুচ্ছ অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে। কে এই ‘M’? তদন্ত স্বার্থে এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ সিবিআই। তবে জানা যাচ্ছে বিপুল ব্যাংক প্রতারণার মাথা M-এর ঘাঁটি পশ্চিমবঙ্গ। সূত্রের খবর, M-একজন রাজনৈতিক ব্যক্তিত্ব। তার অতীত ও বর্তমান রাজনৈতিক জীবনে বারবার দল বদলের মতো ঘটনা আছে।

জানা গেছে, ৪০০০ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণার অভিযোগে কলকাতা একটি বেসরকারি সংস্থার বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে সিবিআই। ইউনিয়ান ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (ইউবিআই) তরফে অভিযোগের ভিত্তিতে একসাথে ১৬টি জায়গায় তল্লাশি চালিয়েছে সিবিআই। মুম্বই, নাগপুর, কলকাতা, রাঁচি, দুর্গাপুর, বিশাখাপত্তনম এবং গাজিয়াবাদে তল্লাশি চালানো হয়।

   

অভিযোগ, কর্পোরেশন পাওয়ার লিমিটেড নামে এক সংস্থার বিরুদ্ধে ৪,০৩৭.৮৭ কোটি টাকা প্রতারণার অভিযোগ করেছে ব্যাংক কর্তৃপক্ষ। অভিযোগ, ২০০৯ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত এই সংস্থাটি ভুয়ো প্রকল্প জমা দিয়ে ওই বিপুল পরিমাণ অর্থ ঋণ নিয়েছিল। সেই টাকা বিভিন্ন ব্যাঙ্ক অ্যাকাউন্টে সরিয়ে ফেলে তারা। তদন্তে উঠে আসছে, এই টাকার বড় অংশ গেছে M এর কাছে।

২০১৯ সালে প্রতারক হিসাবে সংস্থাটিকে চিহ্নিত করে ব্যাঙ্ক। তাদেরই অভিযোগের ভিত্তিতে মামলা দায়ের করে তল্লাশি শুরু করে সিবিআই। শুক্রবার দেশ জুড়ে তল্লাশি করে প্রচুর নথি উদ্ধার করেছে সিবিআই। তল্লাশি চলবে বলে সিবিআই জানিয়েছে।

এই ধরনের গুরুত্বপূর্ণ খবর পেতে Google News-এ Kolkata24x7 ফলো করুন