কংগ্রেসের তরফে পাওয়া যোগদানের প্রস্তাব ফিরিয়ে দেওয়ার পর প্রশান্ত কিশোরের নতুন দল ঘোষণাকে কেন্দ্র করে জাতীয় রাজনীতিতে জোর জল্পনা শুরু হয়েছিল। বৃহস্পতিবার সেই জল্পনার আপাতত অবসান করলেন ( Prasant Kishor) প্রশান্ত কিশোর নিজেই। পাটনায় সাংবাদিক সম্মেলন করে কয়েকটি বিশেষ পরিকল্পনা ঘোষণা করলেন তিনি। তবে নতুন দল গঠনের জল্পনা জিইয়ে রাখলেন।
ভোট কুশলী আর নন বলে ইঙ্গিত দিয়ে প্রশান্ত কিশোর জানালেন, তাঁর টিম গোটা বিহার থেকে ১৭ থেকে ১৮ হাজার ব্যক্তিদের নাম বাছাই করেছে। আগামী ২ অক্টোবর থেকে বিহারের প্রতিটি গ্রাম এবং শহর পদযাত্রা করে তাঁদের সঙ্গে দেখা করবেন। বিহারের উন্নয়ন কীভাবে করা যায়? সেবিষয়ে আলোচনা করবেন তিনি। প্রায় ৩ হাজার কিলোমিটার পদযাত্রা করবেন তিনি।
প্রশান্ত কিশোরের দাবি, এই বৈঠকের পর যদি মনে হয় একসঙ্গে কাজ করার প্রয়োজন রয়েছে, তখনই নতুন দল ঘোষণা করতে পারেন তাঁরা। সেটা একমাত্র মানুষের সুশাসনের জন্য তৈরি হবে। তবে সেখানে প্রশান্ত কিশোর একটি অংশ হবেন। সেখানে একনায়কতন্ত্র হবে না। স্পষ্ট করেছেন তিনি।
প্রশান্ত কিশোর স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন, ২০২১ এর নির্বাচন পর থেকেই তাঁর পরিকল্পনা ছিল মানুষের জন্য কাজ করার। নির্বাচনের পর তৃণমূলের সঙ্গে ভোটকুশলী আর কাজ করছেন না। তা স্পষ্ট করে দিয়েছেন তিনি। এখন থেকে বিহারের একজন রাজনৈতিক কর্মী হিসাবেই কাজ করতে চান তিনি।
তিনি দাবি করেছেন আইপ্যাক সংস্থার দায়িত্ব সঠিক হাতেই রয়েছে। কিন্তু তাঁদের কাজের সঙ্গে সরাসরি যোগাযোগ নেই।