East Bengal Club : বসুন্ধরার হাত ধরে লাল-হলুদের সম্ভাবনায় ম্যান ইউ

East Bengal Club : চলতি বছরের ১৭ ফেব্রুয়ারির খবর। বসুন্ধরা কিংসের (Basundhara Kings) সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) যোগসূত্রের সম্ভাবনা। বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় সংবাদ মাধ্যমে…

East Bengal Club : চলতি বছরের ১৭ ফেব্রুয়ারির খবর। বসুন্ধরা কিংসের (Basundhara Kings) সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডের (Manchester United) যোগসূত্রের সম্ভাবনা। বাংলাদেশের (Bangladesh) জনপ্রিয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছিল এক প্রতিবেদন। সেখানে উঠে এসেছিল বসুন্ধরার সঙ্গে ইংল্যান্ডের ঐতিহ্যবাহীবাহী ক্লাবের যোগসূত্রের কথা।

প্রকাশিত খবর অনুযায়ী, তিনশো বিঘা জমির ওপর বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স নির্মাণ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। বাংলাদেশের প্রসিদ্ধ গোষ্ঠীর সঙ্গে এক যোগে কাজ করতে উৎসাহী ম্যানচেস্টার ইউনাইটেড। দেশের সেরা স্পোর্টস কমপ্লেক্স তৈরির করার ব্যাপারে পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

   

এর কয়েক মাস পরে বসুন্ধরা গোষ্ঠী এবং ভারতের ইস্টবেঙ্গল ক্লাবকে নিয়ে শুরু হয় আলোচনা। গরম হয়ে ওঠে কলকাতা ময়দান। ক্লাবের সম্ভাব্য বিনিয়োগকারী হিসেবে উঠে এসেছিল বসুন্ধরার নাম। লাল হলুদ শিবিরের পক্ষ থেকে এখনও চূড়ান্ত কিছু ঘোষণা করা হয়নি। বসুন্ধরা আদৌ বিনিয়োগ করতে পারবে কি না সে ব্যাপারেও আপাতত নিশ্চয়তা নেই। তবে দুই পক্ষের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে বলে ফুটবল মহলে একাংশের দাবি।

সম্প্রতি ইস্টবেঙ্গল ক্লাবের সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেড যোগের সম্ভাবনায় নতুন করে আলোচনা শুরু হয়েছে ক্রীড়া প্রেমীদের মধ্যে। আগামী দিনে এই আলোচনা বা সম্ভাবনা কতোটা বাস্তবে পরিণত হবে সে বিষয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। কাজ করেছে অনেক অংক সমীকরণ।

আগামী মরশুমের ইনভেস্টর বা বিনিয়োগকারী চূড়ান্ত করার জন্য ইস্টবেঙ্গল কর্তারা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন। কথা হয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ডের সভাপতি সৌরভ গঙ্গোপাধ্যায়ের সঙ্গেও। বাংলাদেশের সৌরভ প্রীতি সর্বজনবিদিত। সূত্রের উদ্ধৃতি করে সংবাদ মাধ্যমে দাবি করা হয়েছে যে ক্লাবের পাশে থাকার আশ্বাস দিয়েছেন সৌরভ।

বসুন্ধরা থেকে সৌরভ, ম্যানচেস্টার, পুরোটাই এখন সম্ভাবনার পর্যায়ে। অনেকটা জল্পনাও। বসুন্ধরার সঙ্গে ইস্টবেঙ্গল এবং সর্বোপরি ম্যানচেস্টার যোগের ফলে নতুন ফল যে পাওয়া যাবে না এমনটাও কি এখন হলফ করে বলা যাবে।