আপাতত দিনকয়েকের স্বস্তি ইমরান খানের। সোমবার পর্যন্ত মুলতুবি রইল পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি। অর্থাত সোমবার পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে বহাল রইলেন তিনি। আজকের মতো পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলি মুলতুবি করেছেন স্পিকার আসাদ কাইসার। ফের ২৮ মার্চ হবে ভোটাভুটির প্রক্রিয়া।
ন্যাশনাল অ্যাসেম্বলি সেক্রেটারিয়েট অনুসারে, সকাল ১১টায় সভা অনুষ্ঠিত হয়। অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার আসাদ কায়সার। বৃহস্পতিবার রাতে সচিবালয় থেকে ১৫ দফা এজেন্টা জারি করা হয়। সেখানে অনাস্থা প্রস্তাবের কথা উল্লেখ করা রয়েছে। উল্লেখযোগ্যভাবে, ইমরান খানকে ক্ষমতাচ্যুত করার জন্য বিরোধী দলগুলি ৮ মার্চ জাতীয় পরিষদে অনাস্থা প্রস্তাব পেশ করে। ৩৪২ সদস্যের জাতীয় পরিষদে, ইমরান খান সরকারের অনাস্থা ভোটের মাধ্যমে কমপক্ষে ১৭২ সদস্যের প্রয়োজন।
এদিকে পাকিস্তানের সংবাদমাধ্যমের প্রকাশ দলেরই কয়েকজন সাংসদ এবং শরিকরা অনাস্থায় ইমরানের বিরুদ্ধে ভোট দেবে। ২৮ মার্চ পর্যন্ত ন্যাশনাল অ্যাসেম্বলি শরিক ও বিক্ষুব্ধদের দলে ফেরানোর জন্য কিছুটা সময় পেলেন ইমরান খান।