ইন্ডিয়ান সুপার লিগ শেষ হওয়ার পরেও বিশেষ সম্মান পেলেন এটিকে মোহন বাগান (ATK Mohun Bagan) ফুটবলার। আপামর ফুটবল প্রেমীদের পাশাপাশি ফুটবল বিশেষজ্ঞদেরও মনে ধরেছে এই তরুণের খেলা। তাই টুর্নামেন্ট সমাপ্তির পর এই সম্মান।
শুক্রবার বেলায় ইন্ডিয়ান সুপার লিগের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল থেকে একটি পোস্ট করা হয়েছে। সমর্থকের পছন্দ অনুযায়ী মরশুমের সেরা একাদশে কোন কোন ফুটবলার জায়গা পেয়েছেন তা জানানো হয়েছে ফলোয়ারদের। একাদশের অধিকাংশ ফুটবলার কেরল এবং হায়দরাবাদের ফ্র্যাঞ্চাইজি দলের। কেরল ব্লাস্টার্স থেকে রয়েছে চারজন। হায়দরাবাদ এফসি থেকে জায়গা পেয়েছেন তিনজন ফুটবলার।
A star-studded line-up filled with match-winners 😍
Here’s how our @Jishan9832‘s Team of the Season looks like!
Drop your ideal XI below for a chance to get featured 👇🏻 #HeroISL #LetsFootball pic.twitter.com/vjFAqKpEN3
— Indian Super League (@IndSuperLeague) March 25, 2022
এটিকে মোহন বাগান থেকে একমাত্র ফুটবলার হিসেবে জায়গা করে নিয়েছেন লিস্টন কোলাসো। দল সাজানো হয়েছে ৪-২-৩-১ ফর্মশনে। লিস্টন রয়েছেন আক্রমণভাগের রাইট উইংয়ে।
আইএসএল মরশুমের সেরা একাদশে প্রধান স্ট্রাইকার বার্তলোমিউ ওগবেচে। তাঁর একটু পিছনে রয়েছে গ্রেগ স্টুয়ার্ট। স্টুয়ার্টের দুই দিকে রয়েছেন লিস্টন এবং আদ্রিয়ান লুনা।
<
p style=”text-align: justify;”>আক্রমণভাগের তলায় দুজন – সৌভিক চক্রবর্তী এবং পুয়েতা। চারজন ডিফেন্ডার – আকাশ মিশ্র, রুইভম হরপিপম, মার্কো লেকোভিক, রোশন নওরেম। গোলে প্রভসুখন গিল।