Pakistan: শেষ বল পর্যন্ত খেলব! ইমরানের চাপে খারিজ অনাস্থা ভোট

Pakistan National Assembly rejects no-confidence motion against PM Imran Khan

শেষ বল পর্যন্ত খেলব। এমনই বলে খেলা দেখালেন ইমরান খান। পাকিস্তানের (Pakistan) প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিরোধীদের অনাস্থা প্রস্তাব খারিজ করেছেন সংসদের ডেপুটি স্পিকার কাসেম সুরি। তিনি বলেন, এই অনাস্থা প্রস্তাবটি দেশের সংবিধানের ধারা মানছে না। এর পরেই অনাস্থা ভোট খারিজ করেন তিনি। পাক জাতীয় সংসদে তীব্র আলোড়ন। খানিকটা স্বস্তিতে প্রধানমন্ত্রী ইমরান খান।

Advertisements

এদিকে অনাস্থার ভোট ঘিরে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানী ইসলামাবাদ অবরুদ্ধ। কাঁটাতার দিয়ে রেড জোন সিল করে দেওয়া হয়েছে। রেড জোনের ভেতরে এবং আশপাশের এক কিলোমিটারের মধ্যে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

   

আশঙ্কা করা হচ্ছে, প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ সমর্থকরা রেড জোনে ঢুকে পড়তে পারেন এবং পার্লামেন্ট ভবন অবরুদ্ধ করতে পারেন। অনেকটা মার্কিন যুক্তরাষ্ট্রের জাতীয় নির্বাচনের পর পরাজয় না মানতে চাওয়া ততকালীন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থকরা যেমন হামলা করেছিল ক্যাপিটলে।

Advertisements

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নামতে পারে। আবার সেনা বাহিনী ক্ষমতা দখলও করতে পারে। দুটি আশঙ্কা প্রবল। পাকিস্তানে সেনা শাসন নতুন কিছু না।

পাক পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ইমরানের দল। বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাব পাসে বিরোধীদের প্রয়োজন ১৭২ ভোট। তাদের প্রতি ১৯৯ আইনপ্রণেতার সমর্থন আছে।