Pakistan: ক্ষমতা হারাচ্ছেন ইমরান, ইসলামাবাদে ১৪৪ ধারা জারি

পাকিস্তান (Pakistan) কাঁপছে উত্তরের কারাকেরাম পাদদেশে থেকে দক্ষিণে আরব সাগরের তীর পর্যন্ত। পাক জাতীয় সংসদে বিরোধী জোটের অনা অনাস্থা ভোটে ক্ষমতা হারানো নিশ্চিত প্রধানমন্ত্রী ইমরান…

পাকিস্তান (Pakistan) কাঁপছে উত্তরের কারাকেরাম পাদদেশে থেকে দক্ষিণে আরব সাগরের তীর পর্যন্ত। পাক জাতীয় সংসদে বিরোধী জোটের অনা অনাস্থা ভোটে ক্ষমতা হারানো নিশ্চিত প্রধানমন্ত্রী ইমরান খানের।

অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন। কাঁটাতার দিয়ে রেড জোন সিল করে দেওয়া হয়েছে। ইসলামাবাদের রেড জোনের ভেতরে এবং আশপাশের এক কিলোমিটারের মধ্যে সব ধরনের জমায়েত নিষিদ্ধ করেছে স্থানীয় প্রশাসন।

আশঙ্কা প্রধানমন্ত্রী ইমরান খানের দল তেহরিক ই ইনসাফ সমর্থকরা রেড জোনে ঢুকে পড়তে পারে ও পার্লামেন্ট ভবন অবরুদ্ধ করতে পারে। রেড জোনের নিরাপত্তা নিশ্চিত করতে এবং বিক্ষোভকারীদের প্রবেশে বাধা দিতে রাজধানীর প্রশাসন রেড জোনের সব প্রবেশপথ বন্ধ করে দিয়েছে। সংঘাতের আশঙ্কা করছে দেশটির দেশটির পুলিশ প্রশাসন। রাজধানী ইসলামাবাদে ১৪৪ ধারা জারি করা হয়েছে। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনা নামতে পারে। আবার সেনা বাহিনী ক্ষমতা দখলও করতে পারে। দুটি আশঙ্কা প্রবল। পাকিস্তানে সেনা শাসন নতুন কিছু না।

পাক পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে ইমরানের দল। বিরোধী দলগুলোর অনাস্থা প্রস্তাব পাসে বিরোধীদের প্রয়োজন ১৭২ ভোট। তাদের প্রতি ১৯৯ আইনপ্রণেতার সমর্থন আছে।