ফের বগটুইয়ের বাতাসে বারুদের গন্ধ, উদ্ধার একাধিক বোমা

রামপুরহাটের গণ হত্যার ঘটনার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এরই মাঝে ফের একবার বারুদের গন্ধ ছড়িয়ে পড়ল বগটুই-এর বাতাসে। মাটির তলা থেকে এক বালতি…

রামপুরহাটের গণ হত্যার ঘটনার তদন্ত চালাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। এরই মাঝে ফের একবার বারুদের গন্ধ ছড়িয়ে পড়ল বগটুই-এর বাতাসে। মাটির তলা থেকে এক বালতি ভর্তি বোমা উদ্ধার হয়েছে।

ভাদু শেখ খুনে অভিযুক্ত পলাশ শেখের বাড়ির কাছ থেকেই এই বোমাগুলি উদ্ধার হয়েছে। পুলিশ সূত্রে খবর, বালতির মুখ ঢাকা ছিল কাঠের পাটাতন দিয়ে। ইতিমধ্যে ২০টি বোমা নিষ্ক্রিয় করেছে বম্ব স্কোয়াড।

এদিকে রামপুরহাটের বগটুই গ্রামের গণ হত্যার ঘটনা নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন প্রত্যক্ষদর্শীরা।

তাঁরা জানিয়েছেন, ‘খুনের রাতে পেট্রোল ও বোমা নিয়ে হামলা চালানো হয়েছিল। ২টি টোটো ও বাইকে আনা হয় বোমা ও পেট্রোল। আর এই হামলার নেপথ্যে রয়েছেন ভাদু শেখের অনুগামীরা।’ কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই সূত্রে খবর, ২ প্রত্যক্ষদর্শীর বয়ান রেকর্ড করা হবে। ক্ষতিগ্রস্তদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিবিআই বলে খবর। মিহিলাল ও শেখলাল শেখকে করা হচ্ছে এই জিজ্ঞাসাবাদ বলে খবর। প্রত্যক্ষদর্শী ও স্বজনহারা পরিবারের সদস্যদের দাবি, ঘটনার পরের দিন সকালে তাঁরা দেখেন ওই দুটি টোটো গ্রামে রাখা রয়েছে। অথচ এলাকার কোনও বাসিন্দার টোটো নয় সেটি।