Pakistan: রাজনৈতিক অস্থিরতার মাঝে জঙ্গি হামলা পাকিস্তানে

জঙ্গিদের আতুর ঘর বলা হয় পাকিস্তানকে (Pakistan)। বিশ্বের যে কোনও প্রান্তের জঙ্গিহানার সঙ্গে জুড়ে যায় পাকিস্তানের নাম। আর সেই দেশের মাটিতেই ঘটে গেল ভয়াবহ জঙ্গিহানা।…

Militant attacks in Pakistan

জঙ্গিদের আতুর ঘর বলা হয় পাকিস্তানকে (Pakistan)। বিশ্বের যে কোনও প্রান্তের জঙ্গিহানার সঙ্গে জুড়ে যায় পাকিস্তানের নাম। আর সেই দেশের মাটিতেই ঘটে গেল ভয়াবহ জঙ্গিহানা। যার জেরে প্রাণ হারালেন ছয় জন সেনা জওয়ান। সেই সঙ্গে জখম হয়েছেন ২২ জন নিরাপত্তারক্ষী। দুই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ঘটনাটি ঘটেছে পাকিস্তানের উত্তর-পশ্চিমে অবস্থিত খাইবাই পাখতুনখাওয়া প্রদেশে। সেখানের টঙ্ক জেলায় একটি সুপ্রাচীন দুর্গের মধ্যে অবস্থিত ছিল পাক সেনার কার্যালয়। সেই দুর্গের মধ্যে ঢুকে হামলা চালায় জঙ্গিরা। ওই এলাকার অদূরেই রয়েছে আন্তর্জাতিক সীমানা। ওয়াজিরিস্তানের দক্ষিণের সীমানা লাগোয়া এলাকায় অবস্থিত দুর্গটি। সেখানেই বুধবার অতর্কিতে হামলা চালায় জঙ্গিরা।

এই নশকতার খবর নিশ্চিত করেছেন স্থানীয় জেলার পুলিশ আধিকারিক ওয়াকার আহমেদ খান। সেই সঙ্গে তিনি আরও জানিয়েছেন যে জঙ্গিদের হামলার সামনে পালটা জবাব দেয় পাক সেনা। অল্প সময় দুই পক্ষের গুলির লড়াই চলে। ওই লড়াইতে তিন জঙ্গির প্রাণ গিয়েছে। জখম সকলকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে চিকিৎসার জন্য। টঙ্ক জেলার সকল রাস্তা বন্ধ করে দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। অপরাধীদের ধরতে তল্লাশী চালানো হচ্ছে।