মিড ডে মিলের ডালে মরা টিকটিকি, অসুস্থ ৫৮

স্কুলে মিড ডে মিলের খাবারের গুণগত মান নিয়ে অভিযোগের অন্ত নেই। শুধু গুণগত মান নয়, বহু জায়গায় অভিযোগ উঠেছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি হয়…

স্কুলে মিড ডে মিলের খাবারের গুণগত মান নিয়ে অভিযোগের অন্ত নেই। শুধু গুণগত মান নয়, বহু জায়গায় অভিযোগ উঠেছে পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি হয় না। ফলে খাবারে কখনও টিকটিকি, কখনও পোকা, এমনকী ইঁদুরও পড়েছে বলে শোনা গিয়েছে। এবার মিড ডে মিলের খাবারে পড়ল টিকটিকি। আর সেই খাবার খেয়ে গুরুতর অসুস্থ হয়ে পড়ল ৫৮ জন পড়ুয়া। বুধবার মধ্যপ্রদেশের দিন্দোরি জেলার সামনাপুর ব্লকের একটি সরকারি স্কুলে এই ঘটনা ঘটেছে।

ওই স্কুলের এক শিক্ষক জানিয়েছেন, এদিন দুপুরে খাবার পরেই এক পড়ুয়া ক্লাসের মধ্যেই বমি করতে শুরু করে। এরপর একে একে গোটা ক্লাসের সব পড়ুয়াই অসুস্থ হয়ে পড়ে। সকলেই পেটের যন্ত্রনায় কাতরাতে থাকে, সঙ্গে বমি। অসুস্থ হয়ে পড়া পড়ুয়াদের সকলকেই দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। মনে করা হচ্ছে খাবারে বিষক্রিয়ার কারণেই এই ঘটনা ঘটেছে।

এদিন খাবার সময় এক পড়ুয়া জানায় ডালের মধ্যে মরা টিকটিকি ভাসছে। ওই পড়ুয়া ডালের মধ্যে টিকটিকি পড়ে থাকার কথা জানালেও দায়িত্বে থাকা শিক্ষকরা সংশ্লিষ্ট পড়ুয়ার খাবারের প্লেটটি বদলে দেয়। কিন্তু অন্য ছাত্রদের ওই ডাল খেতে দিয়েছিলেন শিক্ষকরা। ওই ছাত্রের অভিযোগের পরই প্রশ্ন উঠেছে, মরা টিকটিকি ডালে ভাসছে এটা জানার পরেও শিক্ষকরা কেন ওই ডাল পড়ুয়াদের খেতে দিলেন? জেলার স্বাস্থ্য বিভাগের আধিকারিক বিক্রম সিং জানিয়েছেন, মোট ৫৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলেরই পেটে ব্যথা ও বমি হচ্ছে। মনে করা হচ্ছে, বিষাক্ত টিকটিকি পড়া ডাল খেয়েই পড়ুয়ারা অসুস্থ হয়ে পড়েছে। প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকরা জানিয়েছেন, পড়ুয়াদের বিপদ কেটে গিয়েছে ঠিকই তবে পর্যবেক্ষণের জন্য তাদের আজকের দিনটা হাসপাতালে রাখা হবে।