Pakistan: অ্যাসিড টেস্ট ইমরান খানের, পার্লামেন্টে পেশ অনাস্তা প্রস্তাব

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সোমবার পেশ করা হল অনাস্থা প্রস্তাব। তাঁকে অপসারণের জন্য এদিন পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব পেশ করে বিরোধী দলগুলি। বৃহস্পতিবার বিরোধী দলনেতা…

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে সোমবার পেশ করা হল অনাস্থা প্রস্তাব। তাঁকে অপসারণের জন্য এদিন পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব পেশ করে বিরোধী দলগুলি।

বৃহস্পতিবার বিরোধী দলনেতা শাহবাজ শরীফ যে প্রস্তাবটি উত্থাপন করেছিলেন তা নিয়ে হাউসে এবার বিতর্ক শুরু হবে। এই অধিবেশন ডাকা হয়েছিল ২৫ মার্চ। কিন্তু সময়সীমার তিন দিন পরেও স্পিকার প্রস্তাবটি উত্থাপনের অনুমতি দিতে অস্বীকার করেন। কিন্তু সোমবার প্রস্তাবটি শেষমেশ পার্লামেন্টে তোলা হয়।

বিরোধী দলগুলি আত্মবিশ্বাসী যে তারা সরকারকে ক্ষমতাচ্যুত করতে পারবে। এর জন্য ৩৪২-এর হাউসে ১৭২ সদস্যের সমর্থন পেতে পারে, বলে আত্মবিশ্বাসী তারা। অন্যদিকে সরকার পক্ষের দাবি, এই প্রচেষ্টা ব্যর্থ করতে তারা সমর্থ হবে। হাউসে প্রয়োজনীয় সমর্থন তারা পাবে।

প্রসঙ্গত ইমরান খান ২০১৮ সালে ‘নয়া পাকিস্তান’ তৈরির প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসেছিলেন। তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রীর কুর্সিতে রয়েছেন জোট সরকারের সমর্থনে। জোট ভেঙে গেলে তাঁকে গদিচ্যুত হতে হবে। পার্লামেন্টে ৩৪২ জন সদস্যের মধ্যে তাঁর দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) ১৫৫ জন সদস্য রয়েছেন। ক্ষমতায় টিকে থাকার জন্য তাদের কমপক্ষে ১৭২ জনের সমর্থন প্রয়োজন।